খেলাধুলা

এল ক্লাসিকো : কবে, কখন, কোথায়, কোন চ্যানেলে

ক্রীড়া ডেস্ক : স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাতালানের ক্লাবটির জন্ম ১৮৯৯ সালে। তার ঠিক তিন বছর পর জন্ম রিয়াল মাদ্রিদের (১৯০২)।

 

১৯২৯ সাল থেকে স্প্যানিশ লা লিগায় নিয়মিত মুখোমুখি হচ্ছে শতবর্ষী এই দল দুটি। সময়ের সঙ্গে সঙ্গে তাদের লড়াইয়ের উত্তাপ বেড়েছে। রিয়াল-বার্সার লড়াইয়ের শৈল্পিক নাম দেওয়া হয়েছে। যার নাম ‘এল ক্লাসিকো’। নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামীকাল শনিবার মুখোমুখি হবে দল দুটি।

 

লা লিগায় দুই দলের ১৭২ বারের মুখোমুখি লড়াইয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে। তারা জয় পেয়েছে ৭২ বার। ৬৮ বার জিতেছে বার্সেলোনা। বাকি ৩২টি ম্যাচে কেউ জেতেনি। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ জিতেছে ৫২ বার। আর বার্সা জিতেছে ৪৯ বার। রিয়াল মাদ্রিদ গোল করেছে ২৮০টি। আর বার্সেলোনা গোল করেছে ২৭২টি। সর্বশেষ দেখায় গেল এপ্রিলে ২-১ ব্যবধানে জিতেছিল রিয়াল মাদ্রিদ।

 

চলুন দেখে নেওয়া যাক কবে, কখন, কোথায়, কোন চ্যানেলে দেখা যাবে রিয়াল-বার্সার জমজমাট লড়াই। মুখোমুখি : রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা কখন : শনিবার, ৩ ডিসেম্বর। কোথায় : বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প। সময় : রাত ৯.১৫টা (বাংলাদেশ) কোন চ্যানেলে : সনি ইএসপিএন।

   

রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৬/আমিনুল