খেলাধুলা

তানভীরের বোলিংয়ে মুগ্ধ হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক : গত পাঁচ-ছয় বছর ধরে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ কিংবা ঢাকা লিগে নিয়মিত খেলেন তানভীর হায়দার। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিংটাও ভালো করেন।

 

গত অক্টোবরে চট্টগ্রামে তিনি বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ১৪ ওভার বল করে নেন ৪ উইকেট। ২৫ বছর বয়সি ক্রিকেটারএই প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। নিউজিল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের ২২ সদস্যের প্রাথমিক দলে নেওয়া হয়েছে তাকে।

 

আর এই লেগ স্পিনারের বোলিং মুগ্ধ করেছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। তবে তার বোলিংয়ের শক্তি আরো বাড়াতে উপদেশ দিয়েছেন কোচ।

 

বুধবার মিরপুরে তানভীর বলেন, ‘হাথুরুসিংহে বলেছে তোমার বোলিং আমার ভালো লেগেছে। তোমারবোলিংয়েরশক্তি আরো বাড়াতে হবে। উপমহাদেশে খেললে ২০-২৫ ওভার প্রতিদিন বোলিং করতে হবে। তোমার এই ফিটনেস আনতে হবে। আর সক্ষমতা বাড়াতে হবে।’

 

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পেলে সেটি কাজে লাগাতে চান তানভীর, ‘যেকোনো উইকেটে যেকোনো কন্ডিশনে জায়গায় বল করতে পারলে মারতে গিয়ে ব্যাটসম্যানের আউট হওয়ার সুযোগ থাকে। আমার লক্ষ্য ওইটাই থাকবে। আমি ভালো জায়গায় বল করতে চাইব।’

 

অস্ট্রেলিয়ায় গিয়ে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে দেখা করার ইচ্ছা তানভীরের। লেগ স্পিনের শেষ কথা যিনি সেই ওয়ার্নের থেকে নিতে চান কিছু টিপস,‘ওনার সঙ্গে আমার দেখা হলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। আমি চেষ্টাও করবওনার সাথে দেখা করার জন্য। আমি টিম ম্যানেজমেন্টকে ওনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য বলব। যতকিছু ও শিখছে বা জানে আমি ওগুলো নেওয়ার চেষ্টা করব।’

 

ঢাকা ডায়নামাইটসের হয়ে এবারের বিপিএলেও খেলেছেন তানভীর। তবে এখন পর্যন্ত এক ম্যাচের বেশি খেলা হয়নি। এক ম্যাচে নেন ১ উইকেট। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৮৪টি। ব্যাট হাতে ৩৪.৫১ গড়ে করেছেন ২ হাজার ২০৯ রান, সেঞ্চুরিও আছে ৬টি। ৪৩টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ১৪টি।

   

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৬/পরাগ/আমিনুল