খেলাধুলা

‘২০১৭ সালে ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা নেই’

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। আর সেটার প্রভাব পড়ছে ক্রিকেটেও। দুটি দেশের কঠোর রাজনৈতিক অবস্থানের কারণে নতুন বছর ২০১৭ সালে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক কোনো সিরিজ হওয়ার সম্ভাবনা দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

 

২০১৭ সালে ভারত-পাকিস্তানের কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজাম শেঠি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আমি মনে করি না এমন কিছু হতে যাচ্ছে। এই পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। তবে আমি মনে করি না ভারত ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের বিপক্ষের ম্যাচটি এড়িয়ে যাবে। কারণ, আইসিসির কোনো ইভেন্টে যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয় তাহলে অর্থনৈতিকভাবে আইসিসি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতির সম্মুখীন হব আমরাও। সেটা দুই দেশের আয় ভাগাভাগি করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করবে।’

 

নাজাম শেঠি এও জানিয়েছেন ভারতের মাটিতে তারা খেলতে রাজি নয়, ‘ভারতের সঙ্গে আমরা সিরিজ খেলতে চাই। তবে সেটা ভারতের মাটিতে নয়। উদাহরণস্বরূপ, ভারত আমাদের পছন্দের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে প্রস্তাব দিয়েছিল। সেই সিরিজ আমরা আয়োজন করব। তারা আমাদের সঙ্গে খেলবে। তবে বর্তমান পরিস্থিতিতে এমনটি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ।’  

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/আমিনুল