খেলাধুলা

অস্ট্রেলিয়ায় মাহমুদউল্লাহ-সৌম্যর ব্যাটে রান

ক্রীড়া ডেস্ক : দশদিনের অনুশীলন ক্যাম্প করতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। সেখানে অনুশীলন ক্যাম্প করার পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

 

আজ বুধবার সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে সিডনি সিক্সার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে।

 

জবাবে বৃষ্টির আইনে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। সেই রান তাড়া করতে নেমে ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে টাইগাররা।

 

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে রান পেয়েছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্য সরকার ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করেন। আর মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ বলে ৩চার ও ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন।

 

তার সঙ্গে মুশফিকুর রহিম ২ চারে ১৫ রান করে অপরাজিত থাকেন। ইমরুল কায়েস ৭ বলে ১ ছক্কায় ১২ রান করে আউট হন। এ ছাড়া সাব্বির রহমান ১ রান করে আউট হন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৬/আমিনুল