খেলাধুলা

শচীনের ব্লাস্টার্সকে হারিয়ে সৌরভের কলকাতা চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলের চতুর্থ আসরের পর্দা নেমেছে। রোববার ফাইনালে শচীন টেন্ডুলকারের কেরালা ব্লাস্টার্সকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অ্যাটলেটিকো ডি কলকাতা। চার আসরে কলকাতার এটা দ্বিতীয় শিরোপা।

 

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা থাকে। অতিরিক্ত সময়েও সমতা ভাঙে না। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে উভয় দলটি পাঁচটি করে শট নেয়। কেরালা ব্লাস্টার্স দুটি মিস করে। অন্যদিকে কলকাতা একটি মিস করে। তাতে ৪-৩ ব্যবধানে কেরালাকে হারিয়ে শিরোপা জিতে নেয় কলকাতা।

 

তার আগে ম্যাচের ৩৭ মিনিটে কেরালার মোহাম্মদ রাফি গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু ৪৪ মিনিটে সেরেনো ফনসেকার গোলে ম্যাচে সমতা ফেরে।

 

এই সমতা দ্বিতীয়ার্ধেও ভাঙে না। এমন কী ভাঙে না অতিরিক্ত সময়েও। তাই নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় সৌরভ গাঙ্গুলির অ্যাটলেটিকো ডি কলকাতা।

   

রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৬/আমিনুল