খেলাধুলা

রাজ্জাক-সাকলাইন-মনিরের পাঁচ উইকেট

ক্রীড়া প্রতিবেদক : প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।

 

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে ফতুল্লায় ঢাকা বিভাগকে প্রথম ইনিংসে ৩৬৬ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন রাজ্জাক। খুলনার বাঁহাতি স্পিনার ১০৩ রানে নেন ৫ উইকেট।

 

প্রথম দিনে রাজ্জাকের শিকারে পরিণত হয়েছিলেন জয়রাজ শেখ ও রকিবুল হাসান। বুধবার দ্বিতীয় দিনে মোহাম্মদ শরীফ, নাজমুল ইসলাম ও মাহবুবুল আলমকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সি স্পিনার।

 

পাঁচ উইকেট নিয়েছেন রাজশাহীর স্পিনার সাকলাইন সজীব ও বরিশালের স্পিনার মনির হোসেনও। চট্টগ্রামে স্বাগতিকদের ৩১৫ রানে অলআউট করতে ৫৪ রানে ৫ উইকেট নেন রাজশাহীর বাঁহাতি স্পিনার সাকলাইন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০তম বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।

 

অন্যদিকে বিকেএসপিতে ঢাকা মেট্রোকে ২৯২ রানে গুটিয়ে দিতে ৫১ রানে ৫ উইকেট নেন মনির। প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন ২৭ বছর বয়স বয়সি বাঁহাতি স্পিনার।

   

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৬/পরাগ