খেলাধুলা

প্রথম ওয়ানডেতে বিশ্রামে হ্যাজেলউড

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডে মিশনে নামবে অস্ট্রেলিয়া। ঘরের আঙ্গিনায় পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে খেলবেন না জস হ্যাজেলউড। টেস্টের পর টানা ম্যাচের ধকল থেকে মুক্তি দিতে ওই পেসারকে বিশ্রামে রাখার কথা জানিয়েছেন ড্যারেন লেহম্যান। এ প্রসঙ্গে অসি কোচ জানান, ‘সে (হ্যাজেলউড)ইনজুরিতে নয়। ঘরের মাঠে তাকে আমরা এক সপ্তাহ বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। সে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেবে।’ হ্যাজেলউডের সঙ্গে প্রথম ওয়ানডেতে পেসার মিচেল স্টার্ককেও বিশ্রামে রাখার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। শেষ ছয় টেস্টে মোট ২৫০ ওভার বল করেছেন এই দুই বোলার। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ছিল। হ্যাজেলউডের বিশ্রামের কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেকের সুযোগ হতে পারে বিলি স্টানলেকের। তার অভিষেক নিয়ে অসি কোচ লেহম্যান জানান, ‘সে (স্টানলেক) লম্বা, অনেক গতিশীল। তার বোলিংয়ে চমৎকার বাউন্স রয়েছে। এগুলোর মধ্য দিয়ে সে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা তার জন্য দারুণ একট চ্যালেঞ্জ। তরুণ খেলোয়াড়রা বেশ আগ্রহ নিয়েই আন্তজার্তিক ম্যাচে খেলতে আসছে।’

   

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু