খেলাধুলা

শ্রীলঙ্কায় শততম টেস্ট খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ভারতের হায়দরাবাদে একমাত্র টেস্ট খেলার পরপরই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে এখনও সফরসূচি চূড়ান্ত না হলেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শ্রীলঙ্কায় প্রকাশিত হওয়া একটি পত্রিকা জানিয়েছে, বিসিবির কাছে লঙ্কান বোর্ড একটি খসড়া সূচি পাঠিয়েছে। বিসিবি থেকে সূচিতে সবুজসংকেত দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী ৭ মার্চ টেস্ট সিরিজ দিয়ে দুই দলের লড়াই শুরু হবে। এরপর হবে ওয়ানডে সিরিজ। সবশেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০১৩ সালে সবশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। গলে অনুষ্ঠিত টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি। বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ ড্র করেছিল। পাশাপাশি ওয়ানডে ম্যাচও জিতেছিল মুশফিকুর রহিমের দল। সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে শততম টেস্ট খেলবে বাংলাদেশ। সাদা পোশাকে বাংলাদেশ এখন পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডে ২টি ম্যাচ খেলার পর ভারতে ১টি ম্যাচ খেলবে মুশফিকের দল। গলে প্রথম ম্যাচটি হবে ৯৯তম ম্যাচ। এরপর পি.সারা. ওভালে দ্বিতীয় টেস্ট দিয়ে শততম টেস্ট খেলবে বাংলাদেশ। ২০০০ সালে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে বাংলাদেশ। বাংলাদেশের-শ্রীলঙ্কার সফরসূচি

ফরম্যাট

তারিখ

ভেন্যু

প্রথম টেস্ট

৭-১১ মার্চ

গল

দ্বিতীয় টেস্ট

১৫-১৯ মার্চ

পি.সারা ওভাল

প্রথম ওয়ানডে

২৫ মার্চ

হাম্বানটোটা

দ্বিতীয় ওয়ানডে

২৯ মার্চ

ডাম্বুলা

তৃতীয় ওয়ানডে

১ এপ্রিল

ডাম্বুলা

প্রথম টি-টোয়েন্টি

৫ এপ্রিল

কলম্বো

দ্বিতীয় টি-টোয়েন্টি

৮ এপ্রিল

কলম্বো

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল/পরাগ