খেলাধুলা

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সরফরাজ

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসছেন। মায়ের অসুস্থতায় দেশে ফিরে আসছেন তিনি। ইএসপিএনক্রিকইনফোকে পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার জানিয়েছেন, সরফরাজের মাকে করাচিতে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তিনি আইসিইউতে আছেন। এর আগে মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে আসেন পেসার মোহাম্মদ ইরফান। তার জায়গায় দলে যোগ দিয়েছেন বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে দারুণ পারফর্ম করা জুনাইদ খান।  সরফরাজের পরিবর্তে কাকে খেলানো হবে তা এখনো জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সরফরাজকে বিশ্রামে রাখা হয়েছিল। উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ২২ বলে ২২ রান করেন রিজওয়ান। সরফরাজ দেশে ফেরায় কপাল খুলতে পারে কামরান আকমলের। কায়েদ-ই-আজম ট্রফির এবারের মৌসুমে কামরান আকমল ৭৯.৬১ গড়ে ১০৩৫ রান করেছেন। কামরান পাকিস্তানের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৩ সালে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচে কামরান করেছিলেন ২১ রান। রাইজিংবিড/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ