খেলাধুলা

টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন কোহলি

ক্রীড়া ডেস্ক : ইতিমধ্যে ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের বেশ কিছু রেকর্ডই নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক এবার পূর্বসূরির আরেকটি রেকর্ডে ভাগ বসালেন। পুনেতে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। এটা তার ক্যারিয়ারের ২৭তম ওয়ানডে সেঞ্চুরি। এর মধ্যে ১৭টিই লক্ষ্য তাড়া করে। এতদিন ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরির রেকর্ড ছিল টেন্ডুলকারের দখলে। পুনেতে সেঞ্চুরি করে কিংবদন্তি টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন তার উত্তরসূরি কোহলি। ভারতের টেস্ট অধিনায়কত্ব আগেই পেয়েছেন। মহেন্দ্র সিং ধোনি সীমিত ওভারের নেতৃত্ব ছাড়ার পর আজই প্রথম ফুল-টাইম ওয়ানডে অধিনায়ক হিসেবে খেলতে নেমেছেন কোহলি। তাতেই করলেন দারুণ এক সেঞ্চুরি। রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/পরাগ