খেলাধুলা

কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ফন গাল

ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালের মে মাসে এফএ কাপ জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়ে অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন। সবাই ভেবেছিলেন, হয়তো কিছুদিন বিরতি নিয়ে আবার ডাগ আউটে ফিরবেন লুইস ফন গাল। কিন্তু সেটা আর হলো কই! উল্টো কাল তিনি কোচিং ক্যারিয়ারেরই ইতি টেনে দিলেন। মূলত পারিবারিক কারণে কোচিং ক্যারিয়ার ছাড়লেন ৬৫ বছর বয়সি ফন গাল। গত মাসে মেয়ে জামাই রেইনের মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। কাল তিনি ডাচ পত্রিকা ‘ডি টেলিগ্রাফ’কে বলেছেন, ‘আমার মনে হয় এবার থেমে যাওয়া উচিত। আর কোচিংয়ে ফেরত আসছি না আমি। গত কয়েক মাসে আমার পরিবারে অনেক কিছুই ঘটে গিয়েছে। মানসিকভাবে ভেঙে পড়েছি আমি। এখন সবকিছু থেকেই দূরে থাকতে চাই।’ ১৯৯১ সালে ডাচ ক্লাব আয়াক্সের দায়িত্ব নেন ফন গাল। দলটিকে তিনি জিতিয়েছেন তিনটি ডাচ লিগ, ১৯৯২ উয়েফা কাপ ও ১৯৯৫ চ্যাম্পিয়নস লিগ। ১৯৯৭ সালে বার্সেলোনার দায়িত্ব নিয়ে কাতালানদের জিতিয়েছেন টানা দুটি লা লিগা, একটি কোপা ডেল রের শিরোপা। বায়ার্ন মিউনিখকে জেতান বুন্দেসলিগা, জার্মান কাপ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার সেরা সাফল্য কেবল ২০১৬ সালের এফ কাপ জয়। দুই মেয়াদে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বও পালন করেছেন ফন গাল। ২০১০ সালে দায়িত্ব পান প্রথম। কিন্তু ডাচরা ২০০২ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলে ফন দলকেও বিদায় নিতে হয়। ২০১২ সালে আবার দেশের দায়িত্ব পান। এবার তার দল কোয়ালিফাই করে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। নেদারল্যান্ডস বিশ্বকাপ শেষ করে তৃতীয় হয়ে।   রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/পরাগ