খেলাধুলা

স্মিথের রেকর্ড

ক্রীড়া ডেস্ক : সময়টা খুব ভালো যাচ্ছে স্টিভেন স্মিথের। টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ওয়ানডেতেও তার নেতৃত্বে দারুণ খেলছে অজিরা। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে হেসেছে স্মিথের ব্যাট। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ১০৪ বলে ১০৮ রানের ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়ার আগেই নতুন রেকর্ড গড়েন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম ইনিংস খেলে ওয়ানডেতে তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করেন স্মিথ। ৭৮ ইনিংসে ২৯৪০ রান নিয়ে পাকিস্তানের বিপক্ষে পার্থে খেলতে নামেন স্মিথ। পাকিস্তানের দেওয়া ২৬৪ রানের লক্ষ্যে শুরু থেকেই দারুণ ব্যাটিং করেন অজি অধিনায়ক। পেসার হাসান আলীর বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। এর আগে ইমাদ ওয়াসিমের বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে বল পাঠিয়ে ৩ রান নিয়ে ৫৮ থেকে ৬১ এ পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান। ৬০ রান তুলে নিয়ে তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করেন স্মিথ। ৭৯ ইনিংসে স্মিথের রান ৩০৪৮। স্মিথের থেকে এক ইনিংস বেশি খেলে রঙিন পোশাকে তিন হাজার রান করেন মাইকেল বেভান ও জর্জ বেইলি। ৮১ ইনিংসে এ মাইলফলক ছুঁয়েছেন ডেডিভ ওয়ার্নার। ৮২ ইনিংসে ডিন জোন্স ও জিওফ মার্শ, ৮৪ ইনিংসে ম্যাথু হেডেন ও ৮৬ ইনিংসে মাইক হাসি তিন হাজার রান পূর্ণ করেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল