খেলাধুলা

তৃতীয় ওয়ানডেতে থাকছেন না হেলস!

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে রেকর্ড রানের দ্বিতীয় ওয়ানডেতে আঙ্গুলে চোট পান ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান আলেক্স হেলস। ব্যথা না কমায় আজ তার আঙ্গুলের স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট ইতিবাচক না আসলে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নাও খেলতে পারেন তিনি। ফিল্ডিং করার সময় মাহেন্দ্র সিং ধোনির একটি কঠিন ক্যাচ নেওয়ার চেষ্টা করেন হেলস। সে সময় হাতের আঙ্গুলে ব্যথা পান। সেই ব্যথা নিয়েই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। এখানেই রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে ইংলিশরা। তৃতীয় ওয়ানডেতে যদি হেলস খেলতে না পারেন তাহলে তার পরিবর্তে জনি বেয়ারস্টো অথবা স্যাম বিলিংসকে খেলানো হতে পারে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের বিপক্ষে রেকর্ড ৭৪৭ রানের ম্যাচে ১৫ রানের ব্যবধানে হেরে যায় ইংলিশরা। ভারত প্রথমে ব্যাট করে যুবরাজ সিং ও মাহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে ভর করে ৩৮১ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৬৬ রানের বেশি করতে পারেনি সফরকারী ইংল্যান্ড। রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/আমিনুল