খেলাধুলা

রুনির রেকর্ড ভাঙা গোলে রক্ষা ইউনাইটেডের

ক্রীড়া ডেস্ক : কিংবদন্তি স্যার ববি চার্লটনের রেকর্ড ভাঙার জন্য এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারতো! ম্যাচের প্রায় অন্তিম মুহূর্ত। টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার পর ম্যানচেস্টার ইউনাইটেড পরাজয়ের মুখে। স্টোক সিটি বক্সের বাইরে ইউনাইটেডের ফ্রি-কিক। ওয়েইন রুনির ফ্রি-কিক বাঁক খেয়ে ঢুকে গেল স্টোক সিটির জালে। শেষ মুহূর্তে এই গোলটি করেই ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা স্যার ববি চার্লটনের কাছ থেকে ‘ছিনিয়ে’ নিলেন রুনি। নিশ্চিত হারতে বসা ম্যাচ ‘রেড ডেভিল’রা ড্র করল ১-১ গোলে। ব্রিটানিয়া স্টেডিয়ামে শনিবার ম্যাচের ১৯ মিনিটে হুয়ান মাতার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। স্টোক সিটি এরিক পেইটার্সের শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন মাতা। মিনিট দশেক পরেই অবশ্য প্রায়শ্চিত্ত করতে পারতেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে পল পগবা, জেসে লিনগার্ডও সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু টোক সিটির জাল খুঁজে পাননি তারা। অবশেষে যোগ করা সময়ে রুনের সেই ফ্রি-কিক গোল। তাতে হারের হাত থেকে রক্ষা পায় ইউনাইটেড। ২৫০ গোল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন রুনি।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/পরাগ