খেলাধুলা

সিরিজের সঙ্গে পয়েন্টও হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে টেস্টে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৫। কিউইদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ফলে ৩ পয়েন্ট হারিয়েছে টাইগাররা। ফলে টেস্টে সিরিজ হারের ফলে নবম অবস্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট এখন ৬২। সোমবার ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের জয়ের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন র‌্যাঙ্কিংয়ের কথা জানায় আইসিসি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেছে নিউজিল্যান্ড। ৯৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে ঠেলে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে দুই পয়েন্ট উন্নতি হয়েছে তাদের। অন্যদিকে তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টে ৭ উইকেটে জয় পায় নিউজিল্যন্ড। এরপর আজ দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে স্বাগতিক কিউইরা। এ জয়ের ফলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যায় কেন উইলিয়ামসনের দল।

 

১. ভারত ১২০ ২. অস্ট্রেলিয়া ১০৯  ৩. দক্ষিণ আফ্রিকা ১০৭ ৪. ইংল্যান্ড ১০১  ৫. নিউজিল্যান্ড ৯৮(+২) ৬. পাকিস্তান ৯৭ ৭. শ্রীলঙ্কা ৯৬ ৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৯ ৯. বাংলাদেশ ৬২(-৩) ১০.জিম্বাবুয়ে ০৫  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু