খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এবার টি-টোয়েন্টির পালা। টেস্ট ও ওয়ানডে দিয়ে বিরাট কোহলির যুগে প্রবেশ করেছে টিম ইন্ডিয়া। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সীমিত পরিসরেও অধিনায়কের খাতায় নাম লেখাবেন বিরাট কোহলি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ভারত স্কোয়াড: লোকেশ রাহুল, মানদ্বীপ সিং, বিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রিসাভ পান্ট, হার্দিক পান্ডিয়া, অমিত মিশ্রা, পারভেজ রসুল, যুবভেন্দ্রা চাঁচাল, মানিশ পান্ডে, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিষ নেহরা। ওয়ানডে স্কোয়াডের দুই নিয়মিত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্রর জাদেজাকে বিশ্রামে রেখেছে ভারত। তাদের পরিবর্তে নেওয়া হয়েছে লেগ স্পিনার অমিত মিশ্র ও অফস্পিনার পারভেজ রসুলকে। মিশ্রা ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন। বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। তবে ওয়ানডে সিরিজে তাকে জায়গা দেয়নি টিম ইন্ডিয়া। এর আগে নিউজিল্যান্ড সিরিজে ১৪.৩৩ স্ট্রাইক রেটে ১৫ উইকেট নিয়েছিলেন এ লেগ স্পিনার। ভারতের হয়ে ৮ টি-টোয়েন্টি খেলা মিশ্র উইকেট নিয়েছেন ১৪টি। ২০১৪ সালে পারভেজ রসুল বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন। আইপিএলে ৩৭ টি-টোয়েন্টিতে ৩৪.৪৪ গড়ে ২৭ উইকেট নিয়েছেন। আগামী ২৬ জানুয়ারি দুই দলের টি-টোয়েন্টি লড়াই শুরু হবে। কানপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে নাগপুর (২৯ জানুয়ারি) ও ব্যাঙ্গালুরুতে (১ ফেব্রুয়ারি)। রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল