খেলাধুলা

জন্টি রোডসকে চাইছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তান সিরিজ, ইংল্যান্ড সিরিজ, এরপর নিউজিল্যান্ড সিরিজ, তিন সিরিজে মাঠের খেলায় বাংলাদেশ ক্রিকেট দলের একটি চিত্র বারবার দেখা গেছে। যারা মাঠে দেখেছেন তারা তো অবাকই হয়েছেন। যারা টেলিভিশনের সামনে বসেছিলেন তারা হায়হুতাশ করেছেন! তিন সিরিজেই ক্যাচ মিসের মহড়া করেছে টাইগাররা। এমন কিছু ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা, যেগুলো অবিশ্বাস্য মনে হয়েছে। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ প্রায় ১৮টি সহজ ক্যাচ ছেড়েছেন। ২টি একটু কঠিনই ছিল। তবুও ধরা যেত! সব মিলিয়ে ফিল্ডিংয় পারফরম্যান্সের সূচক একেবারে তলানিতে। সেই সূচক বাড়াতে এবং ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতি করতে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডসকে ফিল্ডিং কোচ অথবা পরামর্শক হিসেবে চাইছে বাংলাদেশ ক্রিকেট বো্র্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন কিংবদন্তি এই ক্রিকেটারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে বোর্ড। কিছুদিনের মধ্যে দুই পক্ষের আলোচনা চূড়ান্ত হবে। মঙ্গলবার বিসিবি সভাপতি বলেন, ‘জন্টি রোডসকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়ে আসছি বাংলাদেশে। যদি কোচ হিসেবে নাও আসে, তাকে আমরা পরামর্শক হিসেবে চাচ্ছি। ফিল্ডিং ও ফিটনেসের ওপর জোড় দেওয়া লাগবে। কেননা আমাদের অনেক খেলা রয়েছে। ভালো মানের ফিজিও ট্রেনারদের সঙ্গে যোগাযোগ করছি। নিউজিল্যান্ডে দেখলাম ছেলেরা ডাইভ দিতে গিয়ে চোটে পড়ছে। যদি ডাইভ দিয়ে চোট পান তাহলে বুঝতে হবে ফিটনেসে সমস্যা আছে। এটা নিয়ে রোডস কাজ করবেন। যদি প্রত্যেককে প্রতিদিন ১০টি করে ডাইভ দেওয়ান তাহলে হয়তো ছেলেরা আরো পোক্ত হবে।’

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ