খেলাধুলা

‘রুনির রেকর্ড আজীবন অক্ষত থাকবে’

ক্রীড়া ডেস্ক : এই সপ্তাহেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ওয়েইন রুনি। ইংলিশ ফরোয়ার্ড ২৫০ গোল করে ভেঙেছেন স্যার ববি চার্লটনের ৪৪ বছরের অক্ষত রেকর্ড। কিন্তু ক্লাবটির প্রাক্তন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিশ্বাস, চার্লটন পেছনে পড়লেও রুনির রেকর্ড অক্ষত থাকবে আজীবন। এই মাসের শুরুতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে রিডিংয়ের বিপক্ষে একটি গোল করে রুনি ছুঁয়ে ফেলেছিলেন ইউনাইটেডের কিংবদন্তি চার্লটনকে। গত শনিবার প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে দলের প্রয়োজনে যোগ করা সময়ে ফ্রি-কিকে অসাধারণ এক গোল করে চার্লটনের ২৪৯ গোল ছাপিয়ে ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন রুনি। ১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ইউনাইটেডের হয়ে ৭৫৮ ম্যাচ খেলে ২৪৯ গোল করেছিলেন চার্লটন। ২০০৪ সালে এভারটন থেকে ইউনাইটেডে নাম লেখানো রুনি ২৫০ গোল করেছেন ৫৪৬ ম্যাচে। ফার্গুসনই ২০০৪ সালে রুনিকে এভারটন থেকে ইউনাইটেডে নিয়ে এসেছিলেন। প্রাক্তন শিষ্যের এমন অর্জনে উচ্ছ্বসিত ফার্গুসন। ম্যানইউ টিভিকে ফার্গুসন বলেছেন, ‘এটা মনে হয় ৪৪ বছর টিকে ছিল। যখন ওয়েইন রুনি ক্লাবে এসেছিল তখন আমি কল্পনাও করিনি যে, কেউ স্যার ববির রেকর্ড ভাঙতে পারবে। তার এই অর্জন তাই অসাধারণ। এটা চমৎকার। সে ববির চেয়ে প্রায় দুই শতাধিক কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছে। এটা সবচেয়ে বিস্ময়কর।’ ফার্গুসন মনে করেন, রুনির এই রেকর্ড কেউই ভাঙতে পারবে না, ‘আমি মনে করি না কেউ পারবে (রুনিকে টপকে যেতে)। আমি বলতে পারি না যে কখনো নয়। কিন্তু আধুনিক সময়ের ফুটবলের দিকে তাকান, খেলোয়াড়দের ১০ বছরের বেশি সময় ধরে রাখা অল্প কয়েকটি ক্লাবের একটি হলো ম্যানচেস্টার ইউনাইটেড। এখন খুব কম খেলোয়াড়ই এত সময় ধরে একটা ক্লাবে থাকে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/পরাগ