খেলাধুলা

রোনালদোর আরেকটি পুরস্কার

ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালে অসাধারণ সব সাফল্যের আরেকটি স্বীকৃতি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শোকেসে জায়গা নিল আরেকটি ট্রফি। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকা ফুটবল বিষয়ক চীনের সবচেয়ে বড় গণমাধ্যম ‘দংকিউদি’র ওয়েবসাইটে চাইনিজ সমর্থকদের ভোটে ২০১৬ সালের সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মাদ্রিদে কাল তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। রোনালদো গত বছর রিয়ালের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর দেশের হয়ে প্রথমবারের মতো জেতেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এর স্বীকৃতি হিসেবে লিওনেল মেসিকে পেছনে ফেলে ২০১৬ সালের ব্যালন ডি’অর ও ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জেতেন সিআর-সেভেন। দুবাই থেকে দেওয়া ‘গ্লোবাল সকার অ্যাওয়ার্ড’ও জেতেন তিনি। এবার শোকেসে জায়গা নিল আরেকটি ট্রফি। ‘দংকিউদি’র ২০১৬ সালের সবচেয়ে দামি খেলোয়াড়ের পুরস্কার জেতায় চাইনিজ সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রোনালদো। রিয়াল ফরোয়ার্ড তার অফিশিয়াল ফেসবুক পেজে পুরস্কার হাতে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাকে সমর্থন দেওয়ার জন্য চাইনিজ সমর্থকদের ধন্যবাদ। রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/পরাগ