খেলাধুলা

সাঙ্গাকারার রেকর্ড ছুঁলেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক : আরেকটি ম্যাচ, ডেভিড ওয়ার্নারের ব্যাটে আরেকটি সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডের পর আজ পঞ্চম ও শেষ ম্যাচেও তিন অঙ্ক ছুঁয়েছেন ওয়ার্নার। অ্যাডিলেড ওভালে ১২৮ বলে ১৯ চার ও ৫ ছক্কায় ১৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। এই সেঞ্চুরিতে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন ওয়ার্নার। ২০১৬-১৭ মৌসুমে এটি তার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। যেটি এক মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৪-১৫ মৌসুমে সমান ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। যার ৪টিই ছিল টানা চার ইনিংসে। চলতি মৌসুমে আরো বেশ কিছু ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এ মাসেই তারা নিউজিল্যান্ডে খেলবে তিনটি ওয়ানডে। ওয়ার্নার যেভাবে একের পর এক সেঞ্চুরি করছেন তাতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে যাওয়া তার জন্য সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে!

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/পরাগ