খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট ল

ক্রীড়া ডেস্ক: গত সেপ্টেম্বর থেকে ফিল সিমন্সকে বরখাস্তের পর কোচের চেয়ারে কাউকে নিয়োগ দেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নিজেদের সেই শূন্য আসনে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার স্টুয়ার্ট লকে বসানোর কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১১ সালে জেমি সিডন্সের পদত্যাগের পর বাংলাদেশের কোচের দায়িত্ব নিয়েছিলেন স্টুয়ার্ট ল। প্রায় নয় মাস টাইগারদের দায়িত্ব পালন করার পর বিপিএলের চতুর্থ আসরে আবারও  বাংলাদেশে ফিরে এসেছিলেন তিনি। খুলনা টাইটান্সের কোচের ভূমিকায় দেখা গেছে তাকে। আর এই বিপিএলে এসেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ডেভ ক্যামেরনের সঙ্গে কথা হয় স্টুয়ার্ট লয়ের। ক্যারিবীয়দের দায়িত্ব নেওয়ার ফলে স্টুয়ার্ট ল হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেওয়া তৃতীয় অস্ট্রেলিয়ান কোচ। এর আগে অসি বেনেত কিং এবং জন দাইসন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করেছেন। বিস্ময়কর হচ্ছে যে, ২০১৯ সালের ফ্রেবুয়ারি মাস পর্যন্ত লয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক তিন মাস আগে শেষ হবে তার মেয়াদ। তবে পরিস্থিতি মোকাবেলা করে হয়তো চুক্তি নবায়ন করতে পারে তারা। তবে বিশ্বকাপের চেয়ে টেস্ট ও ওয়ানডেতে নিজেদের ভালো করে তৈরি করে নেওয়ার উদ্দেশ্যেই লকে নিয়োগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দলে কোচ হিসেবে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন ল। তাই নিজেদের উন্নতির জন্য প্রতিভাবান এ কোচের উপরই আস্থা রাখছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সঙ্গে দায়িত্ব নেওয়া নিয়ে ল বলেন, ‘এমন একটি সুযোগ পেয়ে আমি বেশ উদ্দীপ্ত। আমি মনে করছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে চমৎকার কিছু সময় কাটাতে পারব।’

   

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু