খেলাধুলা

এই দিনেই ইরফানের সেই হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক : প্রথম তিন বল থেকে কোনো রান নিতে পারলেন না সালমান বাট। চতুর্থ বলে আউট হয়ে ফিরলেন স্লিপে রাহুল দ্রাবিড়কে ক্যাচ দিয়ে। পঞ্চম বলে এলবিডব্লিউ ইউনিস খান। শেষ বলে বোল্ড মোহাম্মদ ইউসুফ, হ্যাটট্রিক! এক দশক আগে ২০০৬ সালে আজকের এই দিনে টেস্টের প্রথম ওভারেই হ্যাটট্রিকটি করেছিলেন ভারতীয় পেসার ইরফান পাঠান। হরভজন সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি। কিন্তু নিজের হ্যাটট্রিকের ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে রাখতে পারেননি ইরফান। করাচিতে শূন্য রানেই ৩ উইকেট হারানো সেই টেস্ট পাকিস্তান শেষ পর্যন্ত জিতেছিল ৩৪১ রানে। রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৭/পরাগ