খেলাধুলা

দিন শেষে ৭৮ রানে পিছিয়ে ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : লিটন দাসের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট হারানোর পর ওয়ালটন সেন্ট্রাল জোনকে লড়াইয়ে রেখেছেন শামসুর রহমান ও রকিবুল হাসান। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে বগুড়ায় এই ম্যাচের দ্বিতীয় দিন শেষে ওয়ালটনের সংগ্রহ ১ উইকেটে ৬৫ রান। এখনো ৭৮ রানে পিছিয়ে আছে তারা। শামসুর রহমান ও রকিবুল হাসান- দুজনই ২৯ রানে অপরাজিত আছেন। প্রথম দিনে ওয়ালটন সেন্ট্রাল জোনকে ২২৪ রানে অলআউট করে দিন শেষে ইস্ট জোনের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬৫। ৬০ রান নিয়ে রোববার দ্বিতীয় দিন শুরু করা লিটন দাসের প্রথম ডাবল সেঞ্চুরিতে সাড়ে তিন শ’ ছাড়ানো সংগ্রহ পায় ইস্ট জোন। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার ২৪১ বলে ২৬ চার ও ৪ ছক্কায় ২১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। ৭ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ইস্ট জোন অলআউট হয় ৩৬৭ রানে। মেহেদী মারুফ ৪১, আবুল হাসান রাজু ৪০ ও তাসামুল হক ৩৮ রান করেন। ওয়ালটন সেন্ট্রাল জোনের পক্ষে স্পিনার শুভাগত হোম ১০১ রানে নেন ৫ উইকেট। ৫০ রানে ৩ উইকেট তাইবুর রহমানের। মোহাম্মদ শরীফ ও শহিদুল ইসলামের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট। ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০ রানেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় ওয়ালটন সেন্ট্রাল জোন। তবে রকিবুলকে সঙ্গে নিয়ে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন আরেক ওপেনার শামসুর। সাইফের উইকেটটি নিয়েছেন এবাদত হোসেন। রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৭/পরাগ