খেলাধুলা

আর্চারিতে দলগত ইভেন্টে বাংলাদেশের ৩ সোনা

ক্রীড়া ডেস্ক : আইএসএসএফ ইন্টারন্যাশলান আর্চারি চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টেও উজ্জ্বল বাংলাদেশ। সোমবার রিকার্ভ ডিভিশনের পুরুষ দলগত ইভেন্টে ৬-২ সেট পয়েন্টে ভুটানকে হারায় বাংলাদেশ। দলে ছিলেন রোমান সানা, সারোয়ার হোসেন ও তামিমুল ইসলাম। রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে না পাওয়ার হতাশা কিছুটা হলেও দলীয় সাফল্য দিয়ে ঘোচানোর তৃপ্তি আছে তামিমুলের। ২০১৫ সালে যুব কমনওলেথ গেমসের সোনা জেতেন এই তীরন্দাজ। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনাও জিতেছে বাংলাদেশ। আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও নাজমুল হুদাকে নিয়ে গড়া বাংলাদেশ দল মালয়েশিয়াকে হারায় ২১৪-২০৭ স্কোরে। ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হলেও রিও দে জেনেইরো অলিম্পিকে খেলা শ্যামলী রায় পেয়েছেন দলগত সোনা জয়ের স্বাদ। রিকার্ভের মহিলা দলগত ইভেন্টের ফাইনালে বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলাকে নিয়ে ৬-২ সেট পয়েন্টে নেপালকে হারিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/শামীম