খেলাধুলা

৩ বছর ইউনাইটেডের খেলা দেখেননি বেকহাম!

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড হয়েই তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরু। ১৯৯২ সালে মাত্র ১৭ বছর বয়সেই অভিষেক হয়েছিল ইউনাইটেডের সিনিয়র দলে। ১১ বছর ক্লাবটির জার্সিতে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন মোট ১৩টি শিরোপা। সেই ডেভিড বেকহাম ২০০৩ সালে ক্লাব ছাড়ার পর ৩ বছর ইউনাইটেডের কোনো খেলা দেখেননি! প্রাক্তন ইংলিশ ফরোয়ার্ড নিজেই জানালেন এমন কথা। কিন্তু বেকহামের এই ‘অভিমানের’ কারণ কী ছিল? কী এমন ঘটেছিল যে, তিন-তিনটি বছর শৈশবের ক্লাবের খেলাই দেখেননি? ২০০৩ সালে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান বেকহাম। কিন্তু বেকহাম জানালেন, রিয়াল মাদ্রিদ নয়, তাকে বার্সেলোনার কাছে বিক্রি করে দিতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেটা তাকে না জানিয়েই! দুই পক্ষের মধ্যে কথাবার্তাও পাকাপাকি হয়ে গিয়েছিল। কিন্তু বেকহামের দাবি ছিল, ক্লাব ছাড়বেন, তবে সেটা কেবল সান্তিয়াগো বার্নাব্যুর জন্য। বিবিসি রেডিও ৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেকহাম বলেছেন, ‘সেখানে কোনো প্রতিশোধের ব্যাপার ছিল না। আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং রাগান্বিত হয়েছিলাম। কারণ ওই সময় কয়েক ম্যাচের জন্য আমি ছিটকে পড়েছিলাম। কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমাকে ক্লাব ছাড়তে হবে।’ ‘গুঞ্জন শুনেছিলাম যে আমাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ওই সময় ভিক্টোরিয়াতে ছুটি কাটাচ্ছিলাম আমি। আমার এক বন্ধু আমাকে ডেকে বলল, ইউনাইটেড বার্সেলোনার সঙ্গে চুক্তিতে রাজি হয়েছে। আমি বললাম, এটি সঠিক নয়। এ ব্যাপারে আমি কিছু জানি না।’ ‘তারপর আমি লন্ডনে ফিরে আসি। পিটার কেয়নের (সে সময় ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী) সঙ্গে কথা বলার জন্য কোচের সঙ্গে কথা বলি। তিনি বলেন, “না”। আমি বলি, “ঠিক আছে, তার সঙ্গে আমার কথা বলা দরকার এবং জানা দরকার কী ঘটছে”। তখন তিনি বলেন, “এটি সত্যি, আমরা চুক্তির ব্যাপারে একমত হয়েছি”।’ ‘আমি তখন আমার এজেন্টকে বললাম, যদি আমি ক্লাব ছেড়ে কোথাও যাই তাহলে মাদ্রিদে যাব। একদিনের মধ্যেই আমি মাদ্রিদের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলি এবং আমরা একমত হই কোথায় আমাকে যেতে হবে।’ কখনোই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চাননি বেকহাম। তাই তো ক্লাব ছাড়ার পর অভিমানে ৩ বছর তিনি ইউনাইটেডের খেলাই দেখেননি, ‘আমি ৩ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখিনি (ক্লাব ছাড়ার পর)। আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ ওই মৌসুমে কেবলই আমরা লিগ জিতেছিলাম। আমি ওল্ড ট্র্যাফোর্ডেই অবসর নিতে চেয়েছিলাম, এতে কোনো সন্দেহ নেই। ম্যানচেস্টার ইউনাইটেড আমার দল, ইউনাইটেড ছাড়ার কোনো আকাঙ্ক্ষা আমার ছিল না।’ রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/পরাগ