খেলাধুলা

কোহলির উইকেট চান রাব্বি

ক্রীড়া প্রতিবেদক : ‘আমি যখন খেলা শুরু করি, তখন স্বপ্ন দেখতাম আমি যদি একবার শচীন টেন্ডুলকারের উইকেট পাই!  শচীনের উইকেট আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকত। আমি তো এই পর্যায়ে খেলা শুরুর আগেই উনি অবসর নিয়েছেন, তার উইকেট পাওয়ার চেষ্টাই করা গেল না।’-মিরপুরে সোমবার কথাগুলো বলছিলেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি। ছোটবেলা থেকেই পেস বোলার হতে চেয়েছেন রাব্বি। স্বপ্ন দেখতেন, বিশ্বের বাঘাবাঘা ব্যাটসম্যানদের আউট করবেন। সেই চাওয়া থেকেই শচীন টেন্ডুলকারের উইকেট নেওয়ার স্বপ্ন দেখা। কিন্তু রাব্বির আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই ব্যাট-প্যাড উঠিয়ে রাখেন ভারতীয় কিংবদন্তি। জীবন্ত কিংবদন্তির উইকেট নেওয়ার স্বপ্ন তাই পূরণ হয়নি রাব্বির। কিন্তু বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট নেওয়ার প্রহর গুনছেন ডানহাতি এই পেসার। সামনেই কোহলির মুখোমুখি হবেন রাব্বি। ৪ টেস্ট খেলা রাব্বীর মতে, কোহলির উইকেটও তার কাছে বড় অর্জন হয়ে থাকবে। সোমবার মিরপুরে রাব্বি বলেন, ‘বিরাট কোহলি এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। অবশ্যই বড় খেলোয়াড়দের উইকেট নেওয়াটা স্বপ্নের ব্যাপার। এবার ভারতে গিয়ে যদি বিরাট কোহলির উইকেট পাই সেটা আমার জীবনের বড় অর্জনের একটি হয়ে থাকবে।’ নিউজিল্যান্ড সফরে দ্যুতি ছড়ানো রাব্বি অনেকটা নিশ্চিতভাবেই ভারতের বিপক্ষে খেলবেন। বেঙ্গালুরু ও কলকাতায় এর আগে ‘এ’ দলের হয়ে খেলেছিলেন রাব্বি। কিন্তু এবারই ‘সুপারম্যান’ খ্যাত কোহলির বিরুদ্ধে বল করবেন। রোমাঞ্চে থাকা রাব্বি যদি সত্যিই কোহলিকে শুরুতে থামিয়ে দিতে পারেন, তাহলে নিশ্চিতভাবে হায়দরাবাদ টেস্টে এগিয়ে যাবে টিম বাংলাদেশ। রাব্বির স্বপ্ন পূরণ হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ