খেলাধুলা

এক বছর নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের রাসেল

ক্রীড়া ডেস্ক : ডোপিং-আইন লঙ্ঘনের অপরাধে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে। কিংস্টনে বুধবার জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশনের (জ্যাডকো) স্বতন্ত্র একটি তদন্ত প্যানেল রাসেলকে এই নিষেধাজ্ঞা দিয়েছে। অনেকবার ফোন, ই-মেইল ও চিঠি দেওয়ার পরও ২০১৫ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ও ২৫ জুলাই তিনবার রাসেল নিজের অবস্থান জানাননি। যেটি ওয়াডার নিয়মানুযায়ী ডোপ টেস্টে একবার পজিটিভ প্রমাণিত হওয়ার মতোই অপরাধ। তাই নিষেধাজ্ঞার খড়্গ ঝুলছিল রাসেলের ওপর। প্রথমে এই মামলার রায় দেওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। তবে রায়ের দিন পিছিয়ে ৩১ জানুয়ারি নেওয়া হয়। বুধবার কিংস্টনে সেই চূড়ান্ত রায়ই শুনিয়ে দিল জ্যাডকোর স্বতন্ত্র একটি তদন্ত প্যানেল। নিষেধাজ্ঞার মেয়াদ শুরু ৩১ জানুয়ারি থেকেই।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৭/পরাগ