খেলাধুলা

রেকর্ড ছুঁতে রিয়ালের দুই ম্যাচের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ কোনো ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রিয়াল মাদ্রিদের দখলে। বার্সেলোনাকে পেছনে ফেলে চলতি মৌসুমেই এ রেকর্ডটি নিজেদের করে নিয়েছে জিনেদিন জিদানের রিয়াল। এবার নিজেদের আরও একটি রেকর্ড ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় লস ব্লাঙ্কোসরা। সব প্রতিয়োগিতায় টানা ৩৯ ম্যাচে গোল পেয়েছে রিয়াল। আর মাত্র দুটি ম্যাচে গোল পেলে নিজেদের টানা ৪১ ম্যাচে গোল করার রেকর্ড ছাড়িয়ে যাবে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। নিজেদের রেকর্ড ছোঁয়ার সামনে রিয়ালের বাধা সেল্টা ভিগো এবং ওসাসুনা। রোববার সেল্টা ভিগোর বিপক্ষে খেলবে রিয়াল। এরপর আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার ওসাসুনাকে প্রতিপক্ষ হিসেবে পাবে মাদ্রিদের সেরা ক্লাবটি। এরপর চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে গোল করতে পারলেই নিজেদের আগের রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে জিনেদিন জিদানের রিয়াল। ইউরোপের পাঁচটি সেরা লিগের মধ্যে লা লিগার রিয়ালই একমাত্র দল যারা চলতি মৌসুমে নিজেদের সবকটি ম্যাচেই গোল করতে পেরেছে। সব শেষ চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল রিয়াল মাদ্রিদ। রাইজিংবিডি/শামীম/৩ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/আমিনুল