খেলাধুলা

রিয়াল-সেল্টা ম্যাচ স্থগিত

ক্রীড়া ডেস্ক : বৈরি আবহাওয়ার কারণে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগোর ম্যাচ ভেস্তে যেতে পারে, এটা আগের দিনই জানা গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। আজ সেই আনুষ্ঠানিকতাই সারল লা লিগা কর্তৃপক্ষ। স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে সেল্টার মাঠ ভ্যালাইদোস স্টেডিয়ামের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে রিয়াল-সেল্টা ম্যাচটি স্থগিত করা হয়েছে। লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ভ্যালাইদোসে রোববারের ম্যাচটি দর্শক ও খেলোয়াড়দের জন্য অনিরাপদ মনে করা হচ্ছে।’ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় আজ রাত পৌনে ২টায়। ম্যাচের নতুন সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। ঝড়ের কারণে এর আগে গত শুক্রবার দেপর্তিভো লা করুনা ও রিয়াল বেটিসের ম্যাচও স্থগিত ঘোষণা করা হয়। সেই ম্যাচের নতুন সময়সূচিও এখনো ঠিক হয়নি। বর্তমানে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ