খেলাধুলা

জাতীয় দলের জন্য সব সময়ই প্রস্তুত রুবেল

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসে ৪০৩ রান তোলার পর ইসলামি ব্যাংক ইস্ট জোনকে ১৪৪ রানে গুটিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোনের বোলাররা। ৫ উইকেট পেয়েছেন রুবেল হোসেন আর ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসেও ১ উইকেট পেয়েছেন রুবেল হোসেন। ম্যাচ শেষে কথা বলেছেনরুবেল হোসেন। অনেক দিন পর ঘরোয়া ক্রিকেট (লংগার ভার্সন) খেলে কেমন লাগছে জানতে চাইলে রুবেল বলেন, ‘বিসিএল তো আমার নিয়মিত খেলা হয় না। সে হিসেবে অনেক দিন পর ৫ উইকেট পেয়ে খুবই ভালো লেগেছে। এখানকার উইকেট পেস বোলারদের একটু সহয়তা করছে। আমি চেষ্টা করেছি উইকেটের সুবিধা নিয়ে ভালো বোলিং করতে। কোচের পরিকল্পনা মতো বোলিং করতে পেরে খুবই ভাল লাগছে।’ জাতীয় দলে ফেরার পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে জাতীয় দলের জন্য সব সময়ই প্রস্তুত রাখার চেষ্টা করি। ভারত সফরে সুযোগ হয়নি। বিসিএল খেলার জন্য তাই প্রাইম ব্যাংক সাউথ জোনের সাথে যোগ দিয়েছি। এখানে ভাল পারফর্ম করার চেষ্টা করছি। বাকি ম্যাচগুলোতে ভাল বোলিং করার চেষ্টা করব। বাকি সব নির্বাচকদের সিদ্ধান্ত।’ রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল