খেলাধুলা

‘বাংলাদেশকে হালকাভাবে নিতে পারি না’

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে শেষ দুটি টেস্ট সিরিজেই দাপট দেখিয়েছে ভারত। সেপ্টেম্বর-অক্টোবরে তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে করেছে হোয়াইটওয়াশ। এরপর নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে ৪-০ ব্যবধানে। এক টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারত যেখানে এক নম্বরে, বাংলাদেশের অবস্থান নয়ে। তবে র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে বিস্তর ব্যবধান থাকলেও বাংলাদেশকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দিতে উড়াল দেওয়ার আগে ঋদ্ধিমান বলেছেন, ‘র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে কাগজে-কলমে তাদের (বাংলাদেশ) সহজ প্রতিপক্ষ মনে হতে পারে। কিন্তু মাঠে নামার আগে আমরা তাদের মোটেই হালকাভাবে নিতে পারি না। সবকিছু একটা নির্দিষ্ট দিনের পরিস্থিতির ওপর নির্ভর করে। সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আমাদের।’ ‘মাঠে সবাই ভালো করতে চায়। আপনি যা চিন্তা করছেন সেটা নাও করতে পারেন। আপনার চিন্তাভাবনা ভালো পারফরম্যান্সে রূপান্তর করতে হবে’-যোগ করেন ঋদ্ধিমান। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে ভারতের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপরই ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ। তবে এখনই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবতে চান না ঋদ্ধিমান, ‘আমি জানি না অজিরা কবে আসবে। এখন শুধু বাংলাদেশ টেস্টেই দৃষ্টি রাখতে চাই। তারা (অস্ট্রেলিয়া) যখন আসবে তখন তাদের নিয়ে চিন্তাভাবনা করা যাবে।’ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছিলেন ঋদ্ধিমান। চোট কাটিয়ে ফিরে ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে গুজরাটের বিপক্ষে খেলেন প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা অপরাজিত ২০৩ রানের দুর্দান্ত ইনিংস। সেই ফর্ম এবার বাংলাদেশ টেস্টেও টেনে আনতে চাইবেন ৩২ বছর বয়সি উইকেট-কিপার ব্যাটসম্যান। রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ