খেলাধুলা

কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি?

ক্রীড়া প্রতিবেদক : দুই দিনের প্রস্তুতি ম্যাচ। যেখানে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেওয়াই ছিল বাংলাদেশের মূল লক্ষ্য। ভারত ‘এ’ দলের বিপক্ষে সেই ম্যাচে কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি? প্রথম কথা দুই দিনের প্রস্তুতি ম্যাচটি আজ ড্র হয়েছে। ফল এখানে মুখ্য বিষয় না হলেও সিকান্দ্রাবাদের জিমখানা মাঠে পুরো দুই দিনই স্বাগতিকদের সামনে অসহায় মনে হয়েছে সফরকারীদের। প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার আর মুশফিকুর রহিম ছাড়া আর কোনো ব্যাটসম্যানই স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। এই দুজন ছাড়া ৫০-এর বেশি বল খেলতে পেরেছেন কেবল সব্বির রহমান (৬৮ বলে ৩৩)। আঙুলের চোট কাটিয়ে ফেরা মুশফিক তার প্রস্তুতিটা ভালোমতোই সেরেছেন। ১০৬ বলে ৮ চার ও এক ছক্কায় করেছেন ৫৮। নিউজিল্যান্ড সিরিজে রানে ফেরার ইঙ্গিত দেওয়া সৌম্য ৭৩ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৫২। ৮ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৬ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার বাঁহাতি পেসার অনিকেত চৌধুরী। প্রথম দিন শেষে অধিনায়ক অভিনব মুকুন্দের উইকেট হারিয়ে ভারত ‘এ’ দল তুলেছিল ৯১ রান। প্রিয়াঙ্ক কিরাত পাঞ্চাল ৪০ ও শ্রেয়াস আইয়ার ২৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করেছিলেন। দ্বিতীয় দিন দুজনই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের শাসন করে দুজনই করেছেন সেঞ্চুরি। ১৫৯ রানের জুটি গড়ে স্বেচ্ছায় মাঠ ছাড়ার সময় আইয়ার ৯২ বলে ১২ চার ও ৪ ছক্কায় করেন ঠিক ১০০ রান। সেঞ্চুরি পূর্ণ করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন পাঞ্চালও। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলা ২৬ বছর বয়সি ব্যাটসম্যান ১৪৮ বলে ১১ চার ও এক ছক্কায় করেন ১০৩। এরপর ৪৪ রানের মধ্যে অবশ্য স্বাগতিকদের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের বোলাররা। ইশাঙ্ক জাজ্ঞি ও ঋসব পান্তের উইকেট নেন পেসার শুভাশিস রায়। ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়াকে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। তবে ঝড় তোলেন আটে নামা বিজয় শঙ্কর। তিনি অষ্টম উইকেটে নিতিন সাইনিকে সঙ্গে নিয়ে ২৩.১ ওভারে গড়েন ১১৫ রানের বড় জুটি। নিতিন ৮৫ বলে ৬৬ করে তাইজুলের বলে মিরাজকে ক্যাচ দিয়ে ফিরলেও টি-টোয়েন্টি মেজাতে খেলা শঙ্কর তুলে নেন সেঞ্চুরি। ৮১ বলে ১৪ চার ও ৩ ছক্কায় শঙ্করের ব্যাটে অপরাজিত ১০৩ রান। তিন সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৬১ রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’ দল। বাংলাদেশের বোলারদের মধ্যে শুভাশিস আর তাইজুলই কেবল উইকেট পেয়েছেন। শুভাশিস ১৬ ওভারে ৫৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ২৮ ওভারে ১৪১ রান দেওয়া তাইজুলেরও ৩ উইকেট। শফিউল ১০ ওভারে দিয়েছেন ৫০ রান, আবু জায়েদ ১৩ ওভারে ৭২, মিরাজ ১৬ ওভারে ৯২, ৩ ওভার করে বল করেছেন সৌম্য আর মাহমুদউল্লাহও। মাহমুদউল্লাহ রান দিয়েছেন ৮-এর ওপরে! ২৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তামিম ইকবাল। ওপেনিংয়ে নামা সৌম্যকে সঙ্গে নিয়ে ১২.১ ওভারে ৭১ রান যোগ করেন তামিম। ১৩তম ওভারে কুলদিপ যাদবের পরপর দুই বলে অবশ্য ফিরে যান সৌম্য ও মুমিনুল হক। ৩২ বলে ২৫ করেছেন সৌম্য। প্রথম ইনিংসে ৫ রান করা মুমিনুল এবার মেরেছেন গোল্ডেন ডাক। এর দুই ওভার পরই ম্যাচ ড্র হয়ে যায়। ৫৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত ছিলেন তামিম। প্রথম ইনিংসে ১৩ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসের ব্যাটিং হায়দরাবাদ টেস্টের আগে হয়তো তামিমের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ব্যাটে রান পাওয়া সৌম্য ও মুশফিকের ক্ষেত্রেও হয়তো তা-ই। কিন্তু দল হিসেবে নিজেদের প্রস্তুতিতে কি সন্তুষ্ট হতে পেরেছে বাংলাদেশ? ভারত ‘এ’ দলের বিপক্ষেই বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলাররা যেভাবে ধুঁকলেন, তাতে হায়দরাবাদ টেস্টে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে সফরকারীদের সামনে! সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ২২৪/৮ ডিক্লে. ও দ্বিতীয় ইনিংস: ৭৩/২

ভারত ‘এ’ দল প্রথম ইনিংস: ৪৬১/৮ ডিক্লে.।

রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ