খেলাধুলা

ধোনি-গিলক্রিস্টের পর মুশফিক

ক্রীড়া ডেস্ক : আগের দিনেই অপরাজিত ৮১ রানের বীরোচিত ইনিংসে বাংলাদেশকে নির্ভরতা দিয়েছিলেন মুশফিকুর রহিম। আজ চতুর্থ দিনে সেটিকে সেঞ্চুরিতে রূপান্তর করে দলকেও টানলেন অধিনায়ক। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে ১২৭ রান। এটি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে দারুণ এক কীর্তিও গড়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা মাত্র তৃতীয় উইকেটকিপার-অধিনায়ক মুশফিক। এই কীর্তি এতদিন ছিল কেবল মহেন্দ্র সিং ধোনি ও অ্যাডাম গিলক্রিস্টের।         ভারতের মাটিতে গিলক্রিস্টের টেস্ট সেঞ্চুরি আছে দুটি। ২০০১ সালে মুম্বাইয়ে ১২২ ও ২০০৪ সালে বেঙ্গালুরুতে ১০৪। এর মধ্যে বেঙ্গালুরু টেস্টে উইকেটকিপারের পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়কও ছিলেন ‘গিলি’। আর ধোনির টেস্ট ক্যারিয়ারের ছয় সেঞ্চুরির পাঁচটিই ভারতের মাটিতে। পাঁচটিতেই তিনি ছিলেন ভারতের উইকেটকিপার-অধিনায়ক। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ