খেলাধুলা

বার্সেলোনার ভিদালের মৌসুম শেষ

ক্রীড়া ডেস্ক : ম্যাচের সময়েই বোঝা গিয়েছিল, চোটটা বেশ মারাত্মক। এবার সেটাই সত্যি হলো। গোড়ালির চোটে পুরো মৌসুমই শেষ হয়ে গেছে বার্সেলোনার অ্যালেক্স ভিদালের। স্প্যানিশ এই রাইট-ব্যাক চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। লা লিগায় শনিবার আলাভেসকে তাদের মাঠেই ৬-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের ৮৭ মিনিটে আলাভেসের থিও হার্নান্দেজের মারাত্মক এক ট্যাকলে গোড়ালিতে আঘাত পান ভিদাল। সঙ্গে সঙ্গেই তাকে স্ট্রেচারে করা মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে বার্সেলোনা জানায়, ভিদালের গোড়ালির গাট সরে গেছে। সেরে উঠতে কমপক্ষে পাঁচ মাস সময় লাগবে। অর্থাৎ ২০১৭-১৮ মৌসুমের আগে আর মাঠে নামা হচ্ছে না তার। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ভিদালের এভাবে ছিটকে পড়া নিশ্চিতভাবেই বার্সেলোনা কোচ লুইস এনরিকের কপালে চিন্তার ভাঁজ ফেলবে! রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ