খেলাধুলা

ব্যাটিং মাত্র শুরু হল: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক: উপরে ব্যাটিং করার অভ্যাস মেহেদী হাসান মিরাজের। জাতীয় দলে আসার পর লোয়ার অর্ডারে ব্যাটিং করে আসছেন ডানহাতি এ ব্যাটসম্যান। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে কোনো সমস্যা অনুভব না করলেও রান পেতেন না মিরাজ। কেন সেই উত্তরটা জানা ছিল না মিরাজের নিজেরও! যুব ক্রিকেটে অলরাউন্ডার খেতাব পাওয়া মিরাজ ভারত সফরে নিজের ব্যাটিং প্রতিভা দেখিয়েছেন। প্রথম ইনিংসে অশ্বিন, ইশান্ত, জাদেজা ও ভুবনেশ্বরদের একের পর এক আক্রমণ সামলেছেন অনায়েসে। পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে রান। উইকেটে টিকে ছিলেন দীর্ঘক্ষণ। সিনিয়ার ক্রিকেটাররা যেখানে নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন সেখানে মিরাজ ছিলেন ভিন্ন। অসাধারণ বোলিংর পর ব্যাটিং কারিশমা দেখানো মিরাজ সোমবার দুপুরে দেশে ফিরে বললেন,‘ব্যাটিং মাত্র শুরু হল।’ ব্যাটিং নিয়ে তার ব্যাখ্যা,‘আমিও ব্যাটিং নিয়ে একটু হতাশ ছিলাম। এর আগে কয়েকটি ইনিংস খেলেছি কিন্তু তেমন কোনো রান করতে পারিনি। ভারতের মাটিতে দুই ইনিংসে আমার মনে হয়েছে, আমি আগের মতো ছন্দ পেয়েছি। এটা আমার শুরু। আমি বুঝতে পেরেছি আন্তর্জাতিক ক্রিকেটে আমাকে কিভাবে খেলতে হবে, কিভাবে ব্যাট করতে হবে।’ প্রথম ইনিংসে বড় রান পেতে মুশফিকুর রহিমের অবদানের কথা মনে করিয়ে দিলেন মিরাজ,‘মুশফিকভাই আমাকে খুব সহায়তা করেছেন। ওই ইনিংস অবদান আমি বলবো মুশফিক ভাইয়ের বেশি। আমাকে সব পরিস্থিতিতে প্রতিটি বলে সহায়তা করেছেন। চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিজেকে পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে।’ ব্যাটিংয়ে ভালো করা মিরাজ বোলিংয়ে ২ উইকেট পেয়েছেন। সাফল্য পেলেও একটু আক্ষেপ তার রয়েই গেছে,‘বেশি ভালো লাগতো দল যদি ফল পেত। খুব খুশি হতাম। সব সময়ই দল ভালো করলে বেশি ভালো লাগে। ’

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল