খেলাধুলা

হংকংয়ে খেলা হচ্ছে না ইউসুফের

ক্রীড়া ডেস্ক : ইতিহাসই গড়তে যাচ্ছিলেন ইউসুফ পাঠান। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতে যাচ্ছিলেন এই অলরাউন্ডার। হংকং টি-টোয়েন্টি ব্লিটজে খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) থেকে অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েছিলেন। কিন্তু দুই দিন পরই হঠাৎ বিসিসিআইয়ের ইউ-টার্ন, ইউসুফের এনওসি ফিরিয়ে নিয়েছে বোর্ড। ফলে হংকংয়ে কলুন ক্যান্টসনসের হয়ে খেলা হচ্ছে না পাঠান ভাইদের বড় জনের। কিন্তু অনুমতি দিয়েও বিসিসিআই সেটা প্রত্যাহার করে নিল কেন? এ ব্যাপারে বিসিসিআই অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ইউসুফকে অনুমতি দেওয়ার পর আরো ভারতীয় ক্রিকেটাররা বাইরের লিগে খেলার জন্য আবেদন করতে থাকেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য আবেদন করেন দিনেশ কার্তিক। তবে ইউসুফের সঙ্গে কার্তিকের সেই আবেদনও নাকচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম সেরা খেলোয়াড় ইউসুফ। ২০১২ সালের পর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। এখন তিনি বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়ও নন। চলমান সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি ট্রফিতেও খেলছেন না। তাই ৮ মার্চ থেকে শুরু হংকং টি-টোয়েন্টি ব্লিটজে তিনি খেলবেন বলে আশা করা হচ্ছিল। সেখানে খেলার অনুমতি পাওয়ার পর বিসিসিআই ও বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (বিসিএ) ধন্যবাদও দিয়েছিলেন ইউসুফ। কিন্তু শেষ পর্যন্ত হংকংয়ে আর খেলা হলো না ৩৪ বছর বয়সি অলরাউন্ডারের। রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ