খেলাধুলা

বোলিংয়ের ছাড়পত্র পেলেন স্যামুয়েলস

ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞা থাকায় গত ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট বোলিং করতে পারছেন না মারলন স্যামুয়েলস। তবে অ্যাকশনের পরিবর্তন আনায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট বোলিং করার আইসিসির অনুমতি পেলেন ওয়েস্ট ইন্ডিজ এ তারকা। অ্যাকশন শুধরে গত ২৯ জানুয়ারি আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দেন স্যামুয়েলস। এই পরীক্ষা পাস করায় ১২ মাস পর আবারও বোলিংলে অনুমতি পেলেন তিনি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বোলিং করার সময় স্যামুয়েলসের কনুই ১৫ ডিগ্রী অনুমোদিদ সীমার মধ্যেই থাকে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর কোনো সমস্যা নেই ক্যারিবীয় এ অফ স্পিনারের।তবে অ্যাকশন নিয়ে আম্পায়াররা আবারো প্রশ্ন তুললে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে স্যামুয়েলসকে। গত ২৫ অক্টোবর ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে স্যামুয়েলসের বোলিং নিয়ে প্রশ্ন তুলেন আম্পায়াররা। এর আগে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় দুইবার নিষিদ্ধ হয়েছিলেন স্যামুয়েলস। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে তার অ্যাকশন নিয়ে অভিযোগ তোলা হয়। এরপর ২০১১ সালে বোলিংয়ে ফেরার ছাড়পত্র পেলেও ২০১৩ সালে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে তার অ্যাকশন নিয়ে ফের অভিযোগ তোলেন আম্বায়ারা। রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/শামীম