খেলাধুলা

গুনারত্নে-ঝড়ে আবার শেষ বলে জয় শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক : শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। অ্যান্ড্রু টাইয়ের প্রথম বলে নুয়ান কুলাসেকারা আউট হয়ে গেলে সেটি আরো কঠিন হয়ে যায়। তবে পরের দুই বলে আসেলা গুনারত্নের একটি করে চার-ছক্কা। পরের দুই বলে এলো ২। শেষ বলে চাই ২ রান। অফ স্টাম্পের বাইরের লেংথ বলটি কাভার দিয়ে চার হাঁকালেন গুনারত্নে। তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বার শেষ বলে ম্যাচ জিতল শ্রীলঙ্কা। জিলংয়ে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কার টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। ৪৬ বলে অপরাজিত ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে লঙ্কানদের জয়ের নায়ক গুনারত্নে। অথচ ১৭৪ রান তাড়া করতে নেমে ৪০ রানেই ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। পাঁচে নামা গুনারত্নে বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন। তাকে অবশ্য ভালো সঙ্গ দিয়েছেন চামারা কাপুগেদারা ও কুলাসেকারা। ষষ্ঠ উইকেটে কাপুগেদারাকে (৩২) নিয়ে ৫২ রানের জুটি গড়েন গুনারত্নে। তখনো শ্রীলঙ্কার পথটা ছিল বেশ কঠিন। শেষ ২ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন পড়ে ৩৬ রান। ১৯তম ওভারে মইসেস হেনরিকসের টানা তিন বলে তিন ছক্কা হাঁকানোর পথে গুনারত্নে টানা দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন ৩৮ বলে। শেষ বলে চার। এই ওভার থেকেই আসে ২২ রান। শেষ ওভারে ১৪ রানের প্রয়োজনে দুই চার, এক ছক্কায় শ্রীলঙ্কাকে দুর্দান্ত জয়ও এনে দিলেন গুনারত্নে। এর আগে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া জিলিংয়ের সিমন্ডস স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। শেষ বলে অলআউট হওয়ার আগে ১৭৩ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা। ইনিংস সর্বোচ্চ ৫৬ রানে অপরাজিত ছিলেন হেনরিকস। পরে বল হাতেও সবচেয়ে খরুচে ছিলেন তিনিই, ৪ ওভারে রান দিয়েছেন ৩৮! রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ