খেলাধুলা

ওয়ালটনের বোলিং তোপে ইস্ট জোন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম ইনিংসে ওয়ালটনের ৩২৮ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করছে ইস্ট জোন। ইস্ট জোন: ১১৪/৬ ব্যাটিং: আবুল হাসান ০ ও ইয়াসির আলী ৮ আউট: লিটন দাস ১৮, ইমতিয়াজ হোসেন ৩৬, মুমিনুল হক ২৪, অলক কাপালি ৪, জাকির হাসান ১৮ ও আফিফ হোসেন ০। শরীফের জোড়া আঘাত : ২ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে ইস্ট জোন। এরপর ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলারদের তোপের মুখে পড়ে তারা। ৯৭ থেকে ১১৪ রান তুলতে আরো ৪টি উইকেট হারায় তারা। ১১৪ রানের মাথায় জোড়া উইকেট শিকার করেন ওয়ালটনের মোহাম্মদ শরীফ। তিনি জাকির হাসান ও আফিফ হোসেনকে সাজঘরে ফেরান। ইস্ট জোনের চতুর্থ উইকেটের পতন : দলীয় ৯৭ রানে তৃতীয় ও ১০২ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় ইসলামী ব্যাংক ইস্ট জোন। আউট হয়েছেন ইমতিয়াজ হোসেন ও অলক কাপালি। ইমতিয়াজ-মুমিনুল প্রতিরোধ: দলীয় ২৩ রানে লিটন দাসের বিদায়ের পর প্রতিরোধ গড়েন ইমতিয়াজ হোসেন ও মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে দুজনের ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১ উইকেটে ৬১ রান নিয়ে চা বিরতিতে যায় ইস্ট জোন। উদ্বোধনী জুটি ভাঙলেন শরীফ: ষষ্ঠ ওভারে লিটন দাসকে ফিরিয়ে ইস্ট জোনের ২৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ শরীফ। মোশাররফ হোসেনকে ক্যাচ দেওয়ার আগে লিটন করেন ১৮ রান। ৩২৮ রানে অলআউট ওয়ালটন: আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রান তোলে ওয়ালটন। প্রথম দিনেই ৭ উইকেট হারিয়ে ২৩২ রান করে তারা। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৯৬ রান যোগ করতেই অলআউট হয়ে যায় ওয়ালটন। শরীফের আউটে থামল ওয়ালটন: গতকাল ১১ রানে অপরাজিত থাকা মোহাম্মদ শরীফ আজ থামেন ৭০ রানে। ১০৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় তার এ ইনিংসটি ওয়ালটনকে কিছুটা হলেও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। দ্বিতীয় দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি খেলতে পেরেছেন তিনি। ৭০ রানের ইনিংসে খেলে আফিফের বলে ইমতিয়াজের হাতে ধরা পড়েন শরীফ। শরীফের ফিফটি: গতকাল প্রথম দিনে ১১ রান নিয়ে অপরাজিত ছিলেন মোহাম্মদ শরীফ। আজ দ্বিতীয় দিনের শুরুতে ৫০ রান যোগ করতেই দুই উইকেট হারায় ওয়ালটন। তবে দলের এ দুঃসময়ে ব্যাট হাতে দৃঢ়তার পরিচয় দেন মোহাম্মদ শরীফ। এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন তিনি। ৮৩ বল মোকাবেলায় ফিফটি পূরণ করেন তিনি। সাকলাইনের শিকার রাব্বি: মোশারফ হোসেনে রুবেলের পর দিনের দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফিরলেন কামরুল ইসলাম রাব্বী। ৪২ বল মোকাবেলা করে ১১ রান করে সাকলাইন সজীবের বলে বোল্ড হয়েছেন তিনি।

দিনের শুরুতে ফিরলেন মোশাররফ: ফতুল্লায় শুরুতে ব্যাট করতে নেমে গতকাল প্রথম দিনেই ৭ উইকেট হারিয়ে ২৩২ রান করে ওয়ালটন। গতকাল ২১ রানে মোশারফ ও ১১ রানে মোহাম্মদ শরীফ অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দলীয় ২৩৭ রানের মাথায় ব্যক্তিগত ২২ রানে সাজঘরে ফেরেন মোশারফ হোসাইন। আবু জায়েদের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ ফ্রেব্রুয়ারি ২০১৭/শামীম