খেলাধুলা

শরীফের অলরাউন্ড নৈপুণ্যে চালকের আসনে ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : প্রথমে ব্যাট হাতে রানে, পরে বল হাতে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ইনজুরি থেকে ফিরে এসে জ্বলে উঠলেন মোহাম্মদ শরীফ। তার অলরাউন্ড নৈপুণ্যে ফতুল্লায় বিসিএলের চতুর্থ রাউন্ডে চালকের আসনে ওয়ালটন সেন্ট্রাল জোন। ওয়ালটনের প্রথম ইনিংসে করা ৩২৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে সোমবার দ্বিতীয় দিন শেষে ইসলামী ব্যাংক ইস্ট জোনের সংগ্রহ ৬ উইকেটে ১১৪ রান। ফলোঅন এড়াতে এখনও ৭৫ রান প্রয়োজন ইসলামী ব্যাংকের। সকালে কুয়াশার কারণে ৩০ মিনিট পর খেলা শুরু হয়। বিকেলে অলো স্বল্পতার কারণে খেলা প্রায় ৩৩ মিনিট আগে শেষ হয়। আজ পুরোদিনের খেলা হলে নিশ্চিতভাবেই প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ হতো ওয়ালটনের। এখনও সেই সুযোগ আছে তাদের। ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যানই সাজঘরে। ইয়াসির আলী ৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে আছেন আবুল হাসান, আবু জায়েদ, সাকলায়েন সজীব ও ইবাদত হোসেন। এর আগে স্কোরবোর্ডে ৭ উইকেটে ২৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মোশাররফ হোসেন রুবেল (২১) ও মোহাম্মদ শরীফ (১১)। রুবেল হোসেনকে দিনের শুরুতেই আউট করেন আবু জায়েদ রাহী। এ উইকেট নিয়ে পঞ্চম উইকেটের স্বাদ পান ডানহাতি এ পেসার। নবম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন কামরুল ইসলাম রাব্বী ও শরীফ। কামরুল ৪২ বলে ১ বাউন্ডারিতে ১১ রানে ফিরে গেলেও শরীফ ইসলামী ব্যাংকের বোলারদের কড়া শাসন করেন। কামরুলের বিদায়ের পর শেষ ব্যাটসম্যান হিসেবে নামা আবু হায়দারকে নিয়ে ঝড় তোলেন শরীফ। উইকেটের চারিপাশে বাউন্ডারি মেরে দ্রুত রান তুলেন ডানহাতি এ ব্যাটসম্যান। শেষ উইকেটে ৭২ বলে ৪৬ রান করেন তারা। ৩২৮ রানে এ জুটি ভাঙেন আফিফ হোসেন। ১০২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭০ রান করা শরীফ ক্যাচ দেন ইমতিয়াজ আহমেদের হাতে। ব্যাটিংয়ের পর বল হাতে নিয়েই আবারও সফল শরীফ। ইসলামী ব্যাংকের ওপেনার লিটন কুমার দাসকে (১৮) আউট করে শুরুতেই ওয়ালটনকে সাফল্য এনে দেন শরীফ। দ্বিতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন ইমতিয়াজ হোসেন ও মুমিনুল হক। বড় হতে থাকা এ জুটি ভাঙেন ওয়ালটনের অধিনায়ক রুবেল। বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হন ২৪ রান করা মুমিনুল। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে আবারও ঝড় তোলেন শরীফ। এ স্পেলে নেন ৩ উইকেট। শুরুটা ইমতিয়াজ হোসেনকে দিয়ে। ১০৬ বলে ৩৬ রান করা ইমতিয়াজ ক্যাচ দেন উইকেটের পিছনে। এরপর দিনের শেষ ওভারে জাকির হাসানকে বোল্ড ও আফিফ হোসেনকে উইকেটের পিছনে তালুবন্দি করান শরীফ। মাঝে কামরুল ইসলাম রাব্বীর বলে আউট হন অলোক কাপালি (৪)। সব মিলিয়ে দিনের শেষ সেশনে বল হাতে দূর্দান্ত ছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। ৫৩ রানে ইসলামী ব্যাংকের ৫ উইকেট তুলে নেয় ওয়ালটন। দিনের শেষ দুই বলে দুই উইকেট নেন শরীফ। আগামীকাল দিনের প্রথম বলে উইকেট পেলেই হ্যাটট্রিকের স্বাদ পাবেন ডানহাতি এ পেসার। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল