খেলাধুলা

মুশফিকের কোর্টে বল ঠেলে দিলেন আকরাম

ক্রীড়া প্রতিবেদক : ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট থেকে একটি প্রসঙ্গে সরগরম ক্রিকেট অঙ্গন। প্রসঙ্গ মুশফিকুর রহিমের কিপিং নিয়ে! ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বিশ্বাস করেন টেস্ট ক্রিকেটে উইকেটের পিছনে দাঁড়ানোর কারণে ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের কাছ থেকে পুরো সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ! মুশফিকুর রহিমকে এমন প্রশ্ন করার পর উত্তর দিয়েছিলেন, ‘আমি তিনটি দায়িত্বই উপভোগ করছি। আমি মাঠে থাকতে ভালোবাসি। আর মাঠে সময় কাটানোর উপায় হলো সেখানে দায়িত্ব পালন করা, ড্রেসিং রুমে বসে নয়।’ কিপিং ছাড়বেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘আমি আমার সব দায়িত্ব ভালোবাসি। তার পরও কিছু হলে সিদ্ধান্ত নেওয়ার লোক আছে বাইরে। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি তিনটিই দারুণ পছন্দ করি। বোর্ড চাইলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে।’ কিপিং ও অধিনায়কত্বে থাকার যে ইচ্ছে আছে সেটা বুঝিয়ে দিয়েছিলেন মুশফিক। সিদ্ধান্ত নেওয়ার ‘বল’ দিয়েছিলেন বিসিবির কোর্টে। বোর্ড এখনও সেই সিদ্ধান্ত নিতে পারেনি! ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সোমবার জানালেন, মুশফিকের সিদ্ধান্তকে শতভাগ গুরুত্ব দেওয়া হবে। গণমাধ্যমের সামনে মুশফিকের কিপিং নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আকরাম। তার কথায় স্পষ্ট মুশফিকুর রহিম যে সিদ্ধান্ত দিবেন সেটাই মেনে নিবে বোর্ড। প্রশ্ন: মুশফিকুর রহিমের কিপিং নিয়ে কি আলোচনা হয়েছে? আকরাম খান : ও রকম কোনো কথা হয়নি। তবে এটা সবার মাথায় আছে। ওর মতামতটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। যেহেতু আমাদের দুই চারদিন সময় আছে। আমরা ওর সাথে বসব, আলাপ করব। এরপর দেখা যাক কি হয়। যেটা ভালো হয় আমরা সেটাই করব। প্রশ্ন: শ্রীলঙ্কা সফরেই কি মুশফিকের বিকল্প হিসেবে উইকেট কিপার হিসেবে কেউ থাকবে? আকরাম খান : সবকিছুর জন্য ব্যাকআপ থাকবে। যেমন ধরেন স্পিনার, ব্যাটসম্যান, কিপার। কারণ, বাইরে গেলে কিন্তু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। এজন্য আমরা ব্যাকআপ নিয়ে রাখি। টিম যেটা দেবে সেখানে অবশ্যই ব্যকআপ থাকবে। স্পিনার, পেসারের জায়গায় ব্যকআপ থাকবে। প্রশ্ন: সেক্ষেত্রে মুশফিকুর রহিমের ব্যাকআপ হিসেবে কে এগিয়ে থাকবেন? লিটন না সোহান? আকরাম খান: এটা নির্বাচকরা যখন টিম দেবে তখন আপনারা বুঝতে পারবেন। প্রশ্ন: কিপিং নিয়ে মুশফিকের মতামত নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ? আকরাম খান: আমরা শেষ যে টেস্ট খেলেছি সেখানে আমরা পাঁচদিন পর্যন্ত বাংলাদেশ দল খুবই ভাল খেলেছে। মাঠে কিন্তু বেশি সময় মুশফিকই ছিল। ১৩০-৪০ ওভার কিংবা তারও বেশি ১৬০ ওভার সে ফিল্ডিং করেছে। ব্যাটিংয়ে ১০০ করল। আবার সে ফিল্ডিং করল। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ওর আইডিয়াটা কি আর ও কি চাচ্ছে? আমি মনে করি আমাদের আস্থা আছে ওর ওপর। এর মতামতটা খুবই দরকার। ও যেভাবে চাইবে আমরা সেটাই সাপোর্ট করব। প্রশ্ন: ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার ব্যক্তিগত চাওয়া কি? আকরাম খান: আসলে মুশফিক এখন ছুটিতে গিয়েছে। সে একটু বিশ্রামে থাকুক। আমার ব্যক্তিগত মত গুরুত্বপূর্ণ নয়। আমি আগেও বলেছি যে ওর সাজেশন অনেক গুরুত্বপূর্ণ। ও যদি মনে করে ও টায়ার্ড। একই সঙ্গে কিপিং, অধিনায়কত্ব, ব্যাটিং করতে পারবে না তাহলে অবশ্যই ছেড়ে দিবে। আর যদি নিজেকে তিনটি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে পারে তাহলে তো ভালো। সেজন্য  ও কি বলে, সেটা না জেনে আমাদের আসলে কিছু বলা উচিত হবে না। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল