খেলাধুলা

আইপিএলের নিলামে উপেক্ষিত থাকা ১২ তারকা ক্রিকেটার

মারুফ হোসেন সরকার : ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জমজমাট টি-টোয়েন্টি ক্রিকেটের আসর আইপিএলের খেলোয়াড়দের নিলাম আজ অনুষ্ঠিত হয়ে গেলো বেঙ্গালুরুতে। নিলামে ফ্রাঞ্চাইজি কর্তৃক উপেক্ষিত থেকে গেছেন অনেক তারকা ক্রিকেটার যা ক্রিকেটপ্রেমীদের মনে সৃষ্টি করেছে অপার বিস্ময়ের। দুইবার ডাকার পরেও ইশান্ত শর্মা এবং ইরফান পাঠানকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।সেই সাথে নিউজিল্যান্ডের ইশ সোধি, মিচেল সান্টনার, কলিন মুনরো, জিমি নিশাম, দক্ষিণ আফ্রিকার ওয়াইন পার্নেল, ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো পাননি কোনো দল। বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়রাও থেকে গেছেন অবিক্রীত। চলুন দেখে নিই আইপিএলের দশম আসরের নিলামে অবিক্রীত থেকে যাওয়া ১২ তারকা ক্রিকেটারদের। ১. ইশান্ত শর্মা (ভারত) : ২ কোটি রূপির ক্যাটাগরিতে থাকা ভারতীয় সিনিয়র পেসার ইশান্ত শর্মাকে দু’বার নিলামে তোলা হলেও সকল ফ্র্যাঞ্চাইজি কর্তৃক উপেক্ষিত হয়েছেন তিনি। দিল্লীর এই পেসার গত আসরে খেলেছিলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে। ২. ইরফান পাঠান (ভারত) : বাঁহাতি পেসার ইরফান পাঠানও ব্যার্থ হয়েছেন দল পেতে। পাঠানের ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ। কিন্তু দুই সেশনে তার নাম ডাকা হলেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ৩. ইমরান তাহির (দক্ষিন আফ্রিকা) : আইসিসির টি-টোয়েন্টি এবং একদিনের বোলার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা সত্ত্বেও কোনো দলে ঠাঁই মেলেনি দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের। পাঠান এবং ইশান্তের মতো সকালের সেশনে অবিক্রীত থাকার পর মধ্যাহ্ন বিরতির পরবর্তী সেশনেও অবিক্রীত থেকে যান তিনি। ৪. থিসারা পেরেরা (শ্রীলংকা) : শ্রীলংকান অলরাউন্ডার দশম আইপিএলের নিলামে সকল ফ্র্যাঞ্চাইজির কাছে উপেক্ষিত থেকে গেছেন। গত আসরে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেললেও এবার তাকে ছেড়ে দিয়েছিল পুনে। কিন্তু নিলামে এবার দলই পেলেন না তিনি। ৫. জনি বেয়ারেস্টো (ইংল্যান্ড) : ইংল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যান অপেক্ষায় ছিলেন আইপিএল অভিষেকের। কিন্তু কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি নিলামে। বেয়ারেস্টোর নিলামে ভিত্তি মূল্য রাখা হয়েছিল ১.৫০ কোটি রূপি। ভারতের মাটিতে নির্ধারিত ওভারের ক্রিকেটে তার খেলার অনভিজ্ঞতার জন্যই তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ৬. ব্র্যাড হগ (অস্ট্রেলিয়া) : ৪৫ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার নিলামে কোনো দলে জায়গা পাননি। তার ভিত্তি মূল্য রাখা হয়েছিল ৫০ লাখ রূপি। এই চায়নাম্যান বোলার গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। ৭. পারভেজ রসুল (ভারত) : গত আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা পারভেজ রসুল আইপিএলের এই আসরের নিলামে থেকে গেছেন অবিক্রীত। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রূপি। ৮. মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান) : আফগানিস্তানের বিগ হিটার ওপেনার মোহাম্মদ শেহজাদের প্রতি নিলামে আগ্রহ দেখায়নি কোনো দল। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫০ লাখ রূপি। ৯. চেতেশ্বর পূজারা (ভারত) : ডানহাতি টেস্ট স্পেশালিষ্ট ভারতীয় ব্যাটসম্যান এই বছরও আইপিএলে কোনো দল পাননি। তার ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫০ লাখ রূপি। গত টেস্ট সিরিজে ভালো স্ট্রাইক রেটে রান করলেও কোনো ফ্র্যাঞ্চাইজিকে তিনি আকর্ষণ করতে পারেননি। ১০. মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ) : গত দুই আসরেই টি-বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসের প্রতি আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো দল। এই ডানহাতি অলরাউন্ডারের ভিত্তি মূল্য রাখা হয়েছিল ১ কোটি রূপি। ১১. প্রজ্ঞান ওঝা (ভারত) : ভারতীয় এই লেফট আর্ম স্পিনারও নিলামে পাননি কোনো দল। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রূপি। আইপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি এবং সর্বশেষ খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ১২. আলেক্স হেলস (ইংল্যান্ড) : ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার আলেক্স হেলস আইপিএলের দশম আসরের নিলামে কোনো দল পাননি। তার ভিত্তি মূল্য ছিল ১কোটি রূপি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে দারুণ খেলা এই ব্যাটসম্যানের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না দেখানোর কারণ হয়তো উপমহাদেশে তার আহামরী পারফর্মেন্স না থাকাটা। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/মারুফ হোসেন সরকার/আমিনুল