খেলাধুলা

কুলির ছেলে ৩ কোটিতে আইপিএলে

ক্রীড়া ডেস্ক : থাঙ্গারাসু নটরাজ। একজন কুলির ছেলে। সোমবার তার জীবনটাই বদলে গেল। জন্ম থেকেই কষ্টের মধ্যে বড় হওয়া ছেলেটি এক মুহূর্তেই বনে গেলেন কোটিপতি। আইপিএলের দশম আসরের নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব ৩ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে থাঙ্গারাসু নটরাজকে। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ১০ লাখ রূপি। সেখান থেকে শেষ পর্যন্ত তাকে ৩ কোটি রূপিতে দলে নেয় পাঞ্জাব। থাঙ্গারাসু নটরাজের বাবা একজন কুলি। তার মা রাস্তার পাশে একটি ছোট্ট দোকান চালান। পাঁচ সন্তানের মধ্যে একমাত্র নটরাজ ছোটবেলা থেকেই ক্রিকেটে আসক্ত হয়ে পড়েন। টেনিস বল দিয়ে ক্রিকেট খেলা শুরু করেন। দ্য হিন্দুর করা প্রতিবেদন অনুযায়ী নটরাজ প্রায় ২০ বছর বয়স পর্যন্ত টেনিস বল দিয়েই ক্রিকেট খেলেছেন। এমনকী ক্রিকেটের আসল মাঠ কেমন হয় সেটাও কখনো নিজ চোখে দেখেনি। সে কারণেই আইপিএলে তার অন্তর্ভূক্তি সবাইকে বিস্মিত করেছে। তবে মেধা আর কঠোর পরিশ্রম দিয়ে তিনি সবার নজর কেড়েছেন। ২০১০-১১ সালে তিনি চেন্নাইতে চলে যান। সেখানে তিনি জলি রোভার্সের হয়ে খেলার সুযোগ পান। সেখানে রবীচন্দ্রন অশ্বিন ও মুরালি বিজয়ের মতো খেলোয়াড়রা আসতেন। কিন্তু নটরাজের জীবনে সবচেয়ে বড় ঘটনা ঘটে গেল বছর। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তিনি দিঙ্গিগুল ড্রাগনসের হয়ে খেলার সুযোগ পান। সেখানে খেলার সময়ই তিনি আইপিএলের ফ্র্যাঞ্জাইজিদের নজরে আসেন। আইপিএলে ৩ কোটি রূপিতে দল পাওয়ার পর থাঙ্গারাসু নটরাজ বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি কখনো তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলব সেটাই ভাবিনি, আইপিএল তো দূরের কথা। যা কিছু ঘটেছে সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’ তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলার সময় আমি অনেক চাপে ছিলাম। তবে আমি অশ্বিন, বিজয় ও বালাজি ভাইয়ের মতো ক্রিকেটারদের কাছে কৃতজ্ঞ। তারা আমার মধ্যে বিশ্বাস ও আস্থা সঞ্জার করেছেন। সে কারণে রঞ্জি ট্রফিতেও আমি ভালো করেছি। রঞ্জি ট্রফিতে খেলাটা আমার স্বপ্ন ছিল। সেটা পূর্ণ হয়েছে। এখন আমি আইপিএলে নিজেকে প্রমাণ করতে চাই এবং আরো অনেক কিছু শিখতে চাই।’ ক্লাবের হয়ে ভালো খেলার কারণে ২০১৫-১৬ মৌসুমে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ হয় নটরাজের। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল