খেলাধুলা

সাকিবের নৈপুণ্যে টিকে থাকল পেশাওয়ার

ক্রীড়া ডেস্ক : আগের দিন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বল ও ব্যাট হাতে দারুণ খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর পেশোয়ার জালমির হয়ে ব্যাট ও বল হাতে দারুণভাবে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে লাহোর কোয়ালান্দার্সের বিপক্ষে ১৭ রানের দারুণ এক জয় পেয়েছে পেশাওয়ার। পাশাপাশি টিকে রয়েছে কোয়ালিফাইং রাউন্ডে। আজ হেরে গেলে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যেত পেশাওয়ারের। শুক্রবার ব্যাট হাতে ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন সাকিব। আর বল হাতে নেন ২ ওভার বল করে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। তাতে ম্যাচসেরার পুরস্কার সাকিব ভিন্ন অন্য কারো হাতে ওঠেনি। প্রথমে ব্যাট করে পেশাওয়ার জালমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি লাহোর কোয়ালান্দার্স। তাতে ১৭ রানের দারুণ এক জয় পায় লাহোর। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল