খেলাধুলা

হরভজন এখন কী বলছেন?

ক্রীড়া ডেস্ক : ‘আমি অস্ট্রেলিয়ার সেরা কিছু দলের বিপক্ষে খেলেছি। তবে এবার ভারতের মাটিতে খেলতে আসা সবচেয়ে খর্বশক্তির অস্ট্রেলিয়া দল এটি।’ ‘এই সিরিজের ফল হবে ৪-০। অস্ট্রেলিয়া খুব ভালো খেললেও ৩-০ ব্যবধানে হারবে।’ ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ওপরের কথাগুলো বলেছিলেন হরভজন সিং। কিন্তু পুনেতে প্রথম টেস্টে তার কথাগুলো যেন বুমেরাং হয়ে ফিরে এল ভারতের দিকে! ‘খর্বশক্তির’ সেই অস্ট্রেলিয়া দলই দেশের মাটিতে পাঁচ বছর ধরে টেস্টে অজেয় ভারতকে মাটিতে নামিয়ে এনেছে। ভারতীয়রা তিন দিনেই ম্যাচ হেরেছে ৩৩৩ রানে। ভারতের লজ্জার এই হারের পর এখন হরভজন কী বলছেন? অনেক দিন দলের বাইরে থাকা ভারতীয় স্পিনার এখন দোষ চাপাচ্ছেন পিচের ওপর! তার মতে, পিচের কারণেই হেরেছে ভারত। ‘ভাজ্জি’ কাল টুইট করেছেন, ‘দুর্দান্ত একটি ইনিংস খেলেছে স্মিথ। তবে পিচের অবস্থা করুণ ছিল, প্রত্যেকটা বল খেলাই কঠিন মনে হচ্ছিল।’ ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১০৫ রানে। আর দ্বিতীয় ইনিংস শেষ ১০৭ রানে। একাই ১২ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভ ও’কিফ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অবশ্য হারের জন্য পিচকে দায়ী করছেন না। নিজেদের বাজে ব্যাটিংই তাদের ডুবিয়েছে বলে মনে করেন তিনি। ম্যাচের পর কোহলি বলেন, ‘আমি মনে করি না যে, আমাদের আগের খেলা ম্যাচগুলো থেকে এই পিচে কোনো পার্থক্য ছিল। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে, আমাদের চাপে রেখেছে। এই ম্যাচে জয় ওদেরই প্রাপ্য। কোনো অজুহাত নেই।’ কোহলি মনে করেন, এই হারটা তাদের জন্য দরকাল ছিল। হরভজনও বলছেন, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে স্বাগতিক দল, ‘এরকম পিচে অবিশ্বাস্যরকম ভালো খেলে জয়ের জন্য অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। আশা করি পরের ম্যাচগুলোতে ভালো পিচে খেলা হবে এবং ফলাফলটা আমাদের পক্ষেই যাবে।’ পরের ম্যাচে ফলফলটা ভারতের পক্ষে যাবে নাকি হরভজনের কথা আবার বুমেরাং হয়ে ফিরবে, সেটা জানা যাবে কয়েক দিন পরই! আগামী ৪ মার্চ বেঙ্গালুরুতে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট।  তথ্যসূত্র : ক্রিকেট অস্ট্রেলিয়া। রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ