খেলাধুলা

কলকাতায় ব্যাট হাতে ঝড় তুললেন ধোনি

ক্রীড়া ডেস্ক : ভারতের অধিনায়কত্ব ছাড়ার পর অধিনায়ক হয়েই সেঞ্চুরি হাঁকালেন মাহেন্দ্র সিং ধোনি। কলকাতার ইডেন গার্ডেনে ব্যাট হাতে ঝড় তুলেছেন ঝাড়খণ্ডের কাণ্ডারি। ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ বিজয় হাজারে ট্রফিতে ১২৯ রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দিয়েছেন তিনি। তার ঝড়ো সেঞ্চুরিতে ভর করে মোহাম্মদ কাইফের ছত্তিশগড়কে ৭৮ রানে হারিয়েছে ঝাড়খন্ড। রোববার কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে প্রথমে ঝাড়খন্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ছত্তিশগড়ের অধিনায়ক মোহাম্মদ কাইফ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫৭ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ধোনি বাহিনী। সেখান থেকে লো-অর্ডার ব্যাটসম্যান শাহবাজ নাদিমকে নিয়ে ২০০ রান অতিক্রম করেন অধিনায়ক ধোনি। দুজনে মিলে সপ্তম উইকেটে২৭.৪ ওভারে ১৫১ রানের জুটি গড়েনশাহবাজ-ধোনি। দলীয় ২০৮ রানে ৯০ বলে ৪টি চার ও ১টি ছ্ক্কায়ব্যক্তিগত ৫৩ রানে সাজঘরে ফিরেন শাহবাজ নাদিম। এরপর দলকে টেনে নিয়ে ২৪৩ রানে ইনিংসের শেষ বলে সৌরভ খারওয়ারের বলে মনোজ সিংকে ক্যাচ দিয়ে ১২৯ রানের ইনিংসের ইতি টানেন ভারতের সাবেক সফল অধিনায়ক। তার ১০৭ বলের ঝড়ো ইনিংসে ১০টি চারের সাথে ৬টি ছক্কার মার ছিল।এই শতকের সুবাদে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১৭তম শতকের স্বাদ নিলেন ধোনি।  ২৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে৩৮.৪ ওভারে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় মোহাম্মদ কাইফের ছত্তিশগড়। ফলে ৭৮ রানের কাঙ্খিত জয়ের সাথে পূর্ণ ৪ পয়েন্ট ঘরে তোলে ধোনির ঝাড়খন্ড। রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/জহুরুল ইসলাম জহির/আমিনুল