খেলাধুলা

বলকে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের পেসার জেক বলের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারত সফরে ইংল্যান্ডের তিনটি ওয়ানডেতেই খেলেছিলেন বল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সোমবার ৫০ ওভারের শেষ প্রস্তুটি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন ইংলিশ পেসার। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচে নিজের তৃতীয় ওভারের প্রথম বলের পরই চোট নিয়ে মাঠ ছাড়েন বল। বাকি ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। এদিনই তার হাঁটুতে স্ক্যান করানো হবে। তবে রিপোর্ট পাওয়া যাবে একদিন পর। ধারণা করা হচ্ছে, এই চোটে তাকে দেশে ফিরতে হবে। তার বদলে আরেকজন পেসারকে ডাকতে পারে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ডাক পেতে পারেন বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলা ক্রিস জর্ডান। সম্প্রতি বিগ ব্যাশে দারুণ বোলিং করা স্টুয়ার্ট ব্রডেরও ডাক পড়তে পারে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলা ব্রড কিছুদিন আগে এই ফরম্যাটে ফেরার কথা সরাসরিই জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে একে তো মার্ক উড, ডেভিড উইলি ও রিস টপলিকে পাচ্ছে না ইংল্যান্ড। এর মধ্যেই আবার চোট পেলেন বল। আগামী শুক্রবার অ্যান্টিগায় হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ