খেলাধুলা

নিউজিল্যান্ডের টেস্ট দলে প্যাটেল ও নিসাম

ক্রীড়া ডেস্ক : ওয়ানডের পর টেস্টে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ঘরের মাঠে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন অফ-স্পিনার জিতান প্যাটেল। তার সঙ্গে দলে জায়গা হয়েছে জিমি নিসামেরও। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দলে ছিলেন ম্যাট হেনরি ও ডিন ব্রাউনলি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াড জায়গা পাননি তারা। অন্যদিকে চার বছরের দীর্ঘ বিরতির পর গতবার ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ডাক পান প্যাটেল। দারুণ ফর্মে থাকায় এবার প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ডাক পেয়েছেন তিনি। এছাড়াও প্রথম টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইল ওয়াগনার। জিতান প্যাটেলের স্কোয়াডে ফেরা নিয়ে কিউই নির্বাচক গাভিন লার্সেন এক বিবৃতিতে জানান, ‘বাহাতে বল স্পিন করার সামার্থ্য রয়েছে জিতানের। তার অভিজ্ঞতা ও দক্ষতা মিচেল স্যান্টনারের মতো স্পিনারদের প্রেরণা দেবে।’ আগামী ৮ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, জিমি নিসাম, হেনরি নিকোলাস, জিতান প্যাটেল, জিৎ রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং। রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৭/শামীম