খেলাধুলা

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

ক্রীড়া ডেস্ক : রূপকথার ইতিহাস রচনা করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। দলের ইতিহাস গড়ার ম্যাচে লিওনেল মেসি ছুঁয়েছেন একটি রেকর্ড। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড। ন্যু ক্যাম্পে কাল রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজিকে ৬-১ গোলে হারানো ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছেন মেসি। এই গোলেই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি থেকে দুজনের গোল-সংখ্যাই এখন ১১। ম্যাচে একটি পেনাল্টি নিজে না করে নেইমারকে দিয়েছিলেন মেসি। সেটি থেকে গোল করলে কাল রাতেই রোনালদোকে ছাড়িয়ে যেতেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মেসির গোল এখন ৩৭টি। তার চেয়ে বেশি আছে কেবল রোনালদোর (৪৪ গোল)। সব মিলিয়েও সবচেয়ে বেশি ৯৫ গোল রোনালদোর। ৯৪ গোল নিয়ে পর্তুগিজ তারকার পরেই আছেন আর্জেন্টাইন তারকা মেসি। রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/পরাগ