খেলাধুলা

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে থাকছে মাহমুদউল্লাহ : বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনের সবচেয়ে আলোচিত খবর- শততম টেস্টে খেলছেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সাম্প্রতিক সময়ে তার খারাপ পারফরম্যান্সের জন্য স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। দুপুরে অবশ্য এর সঙ্গে গুঞ্জন উঠেছিল মঙ্গলবার সকালেই দেশে ফিরে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকরা যদি তাকে বিবেচনা করেন তাহলে আবার শ্রীলঙ্কায় ফিরে যাবেন। কিন্তু বিকেলে ভিন্ন কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন মাহমুদউল্লাহকে দেশে ফিরিয়ে আনার কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি শ্রীলঙ্কায়ই থাকছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজের স্কোয়াডেও রাখা হবে তাকে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘ওয়ানডে দলে মাহমুদউল্লাহর না থাকার কোনও কারণ নেই। তার দেশে ফেরার খবর সম্পর্কে বোর্ড কিছু জানে না। দেশে ফেরার সিদ্ধান্তটা তার ব্যক্তিগত।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৭/আমিনুল